ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

ঝাজরীতে আবাসন প্রকল্পে নতুন ঘর নির্মাণে জায়গা পরিদর্শনকালে ইউএনও শামীম ভূইয়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / ২৭ বার পড়া হয়েছে

আরিফ হাসান, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামে ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবারের নিজস্ব জমি ও ঘর নির্মাণ করে আবাসন প্রকল্প গড়ে তোলার পর সেখানে নতুন করে আরো ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসন করার লক্ষে জায়গা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়া। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে আবাসন প্রকল্পের পতিত সরকারি খাস জমিতে ইউনিয়নের আরো ১০টি ভূমি ও গৃহহীন পরিবারকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার জন্য সরেজমিনে যান ইউএনও শামীম ভূইয়া। এসময় তিনি আবাসনে বসবাসরত বাসিন্দাদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও শামীম ভূইয়া বলেন, ‘আবাসন এলাকায় মসজিদ, কমিউনিটি সেন্টার, শিশুদের জন্য খেলার জায়গা, পুকুর খননের জায়গা নির্ধারত করে দ্রুত কাজ শুরু করা হবে। আবাসন প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নসহ এখানে বসবাসরত বাসিন্দাদের জীবনমান উন্নয়নে গৃহিত একাধিক উদ্যোগ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে বেগমপুর ইউপি সচিব ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ অন্যদের আরো দায়িত্বশীল হতে হবে।’
এসময় স্থানীয়রা ইউএনও শামীম ভূইয়ার কাছে জনৈক এক ব্যক্তি মাদক ব্যবসা করছেন। এমন অভিযোগ করলে ইউএনও শামীম ভূইয়া অভিযুক্তদের কড়া হুশিয়ারী দিয়ে বলেন, ‘আবাসন এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে গ্রাম-পুলিশ কাজ করবে। একইসাথে পোস্টবক্স ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে এই এলাকা তদারকি করা হবে। আর আবাসন এলাকায় মাদক ব্যবসার অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া আবাসনে বসবাসরতদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত করার জন্য একটি সামাজিক কমিটি গঠন করার তাগিদও দেন তিনি।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাজহারুর ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, বেগমপুর ইউপি সচিব ফয়জুর রহমান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝাজরীতে আবাসন প্রকল্পে নতুন ঘর নির্মাণে জায়গা পরিদর্শনকালে ইউএনও শামীম ভূইয়া

আপলোড টাইম : ০৫:৪৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

আরিফ হাসান, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামে ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবারের নিজস্ব জমি ও ঘর নির্মাণ করে আবাসন প্রকল্প গড়ে তোলার পর সেখানে নতুন করে আরো ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসন করার লক্ষে জায়গা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়া। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে আবাসন প্রকল্পের পতিত সরকারি খাস জমিতে ইউনিয়নের আরো ১০টি ভূমি ও গৃহহীন পরিবারকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার জন্য সরেজমিনে যান ইউএনও শামীম ভূইয়া। এসময় তিনি আবাসনে বসবাসরত বাসিন্দাদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ইউএনও শামীম ভূইয়া বলেন, ‘আবাসন এলাকায় মসজিদ, কমিউনিটি সেন্টার, শিশুদের জন্য খেলার জায়গা, পুকুর খননের জায়গা নির্ধারত করে দ্রুত কাজ শুরু করা হবে। আবাসন প্রকল্পের অবকাঠামোগত উন্নয়নসহ এখানে বসবাসরত বাসিন্দাদের জীবনমান উন্নয়নে গৃহিত একাধিক উদ্যোগ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে বেগমপুর ইউপি সচিব ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ অন্যদের আরো দায়িত্বশীল হতে হবে।’
এসময় স্থানীয়রা ইউএনও শামীম ভূইয়ার কাছে জনৈক এক ব্যক্তি মাদক ব্যবসা করছেন। এমন অভিযোগ করলে ইউএনও শামীম ভূইয়া অভিযুক্তদের কড়া হুশিয়ারী দিয়ে বলেন, ‘আবাসন এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে গ্রাম-পুলিশ কাজ করবে। একইসাথে পোস্টবক্স ও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে এই এলাকা তদারকি করা হবে। আর আবাসন এলাকায় মাদক ব্যবসার অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া আবাসনে বসবাসরতদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত করার জন্য একটি সামাজিক কমিটি গঠন করার তাগিদও দেন তিনি।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাজহারুর ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, বেগমপুর ইউপি সচিব ফয়জুর রহমান প্রমুখ।