ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

জয়রামপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:দামুড়হুদার জয়রামপুর চায়ের দোকান বাজার নামক স্থানে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে আশিক (২৮) এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে জয়রামপুর চায়ের দোকান বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর চায়ের দোকান বাজার নামক স্থানে অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেল চালক আশিকের সংঘর্ষ হয়। এসময় আশিক মাটিতে ছিটকে পড়ে। পরে পথচারীদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দর্শনা ফায়ার সার্ভিস ও দামুড়হুদা মডেল থানার পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিস টিম নিহত আশিককে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং দামুড়হুদা মডেল থানার পুলিশ একটি পালছার মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোখলেছুর রহমান মামুন বলেন, ‘রোগীর পেটের নাড়ি ছিড়ে বেরিয়ে পড়েছে। আমরা সাধ্যমত চেষ্টা করেছি। তবে তাকে সার্জারির প্রয়োজন। এ জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রের্ফাড করা হয়েছে। তবে এখনি কিছু বলা যাচ্ছে না।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি সড়ক দুর্ঘটনায় জখম হয়েছিলেন বলে জানতে পারি। তবে জরুরি বিভাগের আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল উদ্ধার করি এবং আহত অবস্থায় আশিককে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে তার আত্মীয়-স্বজন কোনো মামলা করবে না বলে জানিয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জয়রামপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপলোড টাইম : ০৮:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২

প্রতিবেদক, দামুড়হুদা:দামুড়হুদার জয়রামপুর চায়ের দোকান বাজার নামক স্থানে অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে আশিক (২৮) এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে জয়রামপুর চায়ের দোকান বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর চায়ের দোকান বাজার নামক স্থানে অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেল চালক আশিকের সংঘর্ষ হয়। এসময় আশিক মাটিতে ছিটকে পড়ে। পরে পথচারীদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দর্শনা ফায়ার সার্ভিস ও দামুড়হুদা মডেল থানার পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিস টিম নিহত আশিককে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং দামুড়হুদা মডেল থানার পুলিশ একটি পালছার মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোখলেছুর রহমান মামুন বলেন, ‘রোগীর পেটের নাড়ি ছিড়ে বেরিয়ে পড়েছে। আমরা সাধ্যমত চেষ্টা করেছি। তবে তাকে সার্জারির প্রয়োজন। এ জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রের্ফাড করা হয়েছে। তবে এখনি কিছু বলা যাচ্ছে না।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, ‘রাত পৌনে ১১টার দিকে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি সড়ক দুর্ঘটনায় জখম হয়েছিলেন বলে জানতে পারি। তবে জরুরি বিভাগের আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল উদ্ধার করি এবং আহত অবস্থায় আশিককে ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে তার আত্মীয়-স্বজন কোনো মামলা করবে না বলে জানিয়েছে।