ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জুড়ানপুর ইউনিয়ন বিএনপির ১১ নেতাকে সতর্ক করে পত্র প্রেরণ

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৩:২৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • / ৬ বার পড়া হয়েছে

দলের গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন বিএনপির ১১ নেতাকে সতর্কীকরণ পত্র দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জুড়ানপুর ইউনিয়ন বিএনপির পক্ষে দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন এ পত্র প্রেরণ করেন।
সতর্কীকরণ পত্রে জানানো হয়, জুড়ানপুর ইউনিয়নের বিএনপির সভাপতি ও সম্পাদককে অবগত না করে গত ১১ অক্টোবর সন্ধ্যার পর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা করা হয়। ওই কর্মী সভায় অত্র ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হন।
দলের গঠনতন্ত্র পরিপন্থী ওই কর্মী সভায় উপস্থিত হওয়ার কারণে যে ১১ নেতাকে পত্র দেওয়া হয়েছে, তারা হলেন— ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শীতল আলী, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজিবুল হক, সাধারণ সম্পাদক এ জেড আমিনুল হাবিব সোহাগ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জুলমত হোসেন, সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দীন, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির কার্যনিবাহী সদস্য মো. সাইদুর রহমান লিপু, মো. আবুল কালাম আজাদ ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন।
পত্রে সতর্ক করে আরও বলা হয়, আগামীতে দলের গঠনতন্ত্র পরিপন্থী দলীয় কোনো কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের নির্দেশনানুযায়ী এই সতর্কীকরণ পত্র প্রেরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জুড়ানপুর ইউনিয়ন বিএনপির ১১ নেতাকে সতর্ক করে পত্র প্রেরণ

আপলোড টাইম : ০৩:২৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

দলের গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন বিএনপির ১১ নেতাকে সতর্কীকরণ পত্র দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জুড়ানপুর ইউনিয়ন বিএনপির পক্ষে দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন এ পত্র প্রেরণ করেন।
সতর্কীকরণ পত্রে জানানো হয়, জুড়ানপুর ইউনিয়নের বিএনপির সভাপতি ও সম্পাদককে অবগত না করে গত ১১ অক্টোবর সন্ধ্যার পর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা করা হয়। ওই কর্মী সভায় অত্র ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হন।
দলের গঠনতন্ত্র পরিপন্থী ওই কর্মী সভায় উপস্থিত হওয়ার কারণে যে ১১ নেতাকে পত্র দেওয়া হয়েছে, তারা হলেন— ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শীতল আলী, সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজিবুল হক, সাধারণ সম্পাদক এ জেড আমিনুল হাবিব সোহাগ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জুলমত হোসেন, সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দীন, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির কার্যনিবাহী সদস্য মো. সাইদুর রহমান লিপু, মো. আবুল কালাম আজাদ ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন।
পত্রে সতর্ক করে আরও বলা হয়, আগামীতে দলের গঠনতন্ত্র পরিপন্থী দলীয় কোনো কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের নির্দেশনানুযায়ী এই সতর্কীকরণ পত্র প্রেরণ করা হয়।