ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগর সন্তোষপুরে ক্যাপসিকাম ফসলের মাঠ দিবস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ক্যাপসিকাম ফসল প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুরে কৃষক জাহিদুল ইসলামের ভাই ভাই কৃষি প্রজেক্টে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন একতারপুর জামে মসজিদের খতিব আবু বকর সিদ্দিক।
উথলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। এসময় তিনি বলেন, ‘ক্যাপসিকাম মূলত শীত প্রধান দেশে হয়। এটা শীতকালীন ফসল। তবে এটা এখন আমাদের দেশেও চাষ হচ্ছে। ক্যাপসিকাম কয়েক জাতের হয়। তার মধ্যে সবুজ জাতের ক্যাপসিকাম মানবদেহে ইনসুলিন তৈরিতে সর্বাধিক ভূমিকা রাখে। এ কারণে দেশে ক্যাপসিকামের চাহিদা এখন অনেক বেশি। চুয়াডাঙ্গায়ও রয়েছে ক্যাপসিকামের ব্যাপক চাহিদা। আগামীর কৃষি হচ্ছে এ রকম নতুন নতুন ফসলের কৃষি। জীবননগরসহ চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ জেলা হলো কৃষির মাতৃভূমি। এখানকার কৃষকেরা যেমন উন্নত, তেমনিভাবেই এসব অঞ্চলে সম্প্রসারণ হচ্ছে বিভিন্ন ফসলের নতুন জাত। ক্যাপসিকাম, লেটুস, রামবুটানসহ অন্যান্য আধুনিক প্রযুক্তির ফসল কিন্তু এখন জীবননগর উপজেলায় চাষ হচ্ছে। এসব ফসল আপনাদের দেখানোর জন্যই এই মাঠ দিবস।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিজামুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব বিন সাদেক এবং কৃষক জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাসেল হোসেন মুন্না, হাসান আহম্মেদ, এম এইচ সম্রাট, আব্দুল্লাহ আল মামুন এবং কয়েকশত কৃষক-কৃষাণী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোরশেদ বিল্লাল।
উল্লেখ্য, ভাই ভাই কৃষি প্রজেক্টের স্বত্ত্বাধিকারী জাহিদুল ইসলাম বরাবরই নিত্যনতুন ফসলের চাষ করে থাকেন। এবার তিনি তার কৃষি প্রজেক্টে ১০ শতক জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন। এছাড়া তার কৃষি প্রজেক্টে বারি টম্যাটো, পেঁয়াজ রসুন, এলাচ, আদাসহ বিভিন্ন মসলা জাতীয় ফসল রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর সন্তোষপুরে ক্যাপসিকাম ফসলের মাঠ দিবস

আপলোড টাইম : ০৪:০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত ক্যাপসিকাম ফসল প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুরে কৃষক জাহিদুল ইসলামের ভাই ভাই কৃষি প্রজেক্টে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন একতারপুর জামে মসজিদের খতিব আবু বকর সিদ্দিক।
উথলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। এসময় তিনি বলেন, ‘ক্যাপসিকাম মূলত শীত প্রধান দেশে হয়। এটা শীতকালীন ফসল। তবে এটা এখন আমাদের দেশেও চাষ হচ্ছে। ক্যাপসিকাম কয়েক জাতের হয়। তার মধ্যে সবুজ জাতের ক্যাপসিকাম মানবদেহে ইনসুলিন তৈরিতে সর্বাধিক ভূমিকা রাখে। এ কারণে দেশে ক্যাপসিকামের চাহিদা এখন অনেক বেশি। চুয়াডাঙ্গায়ও রয়েছে ক্যাপসিকামের ব্যাপক চাহিদা। আগামীর কৃষি হচ্ছে এ রকম নতুন নতুন ফসলের কৃষি। জীবননগরসহ চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ জেলা হলো কৃষির মাতৃভূমি। এখানকার কৃষকেরা যেমন উন্নত, তেমনিভাবেই এসব অঞ্চলে সম্প্রসারণ হচ্ছে বিভিন্ন ফসলের নতুন জাত। ক্যাপসিকাম, লেটুস, রামবুটানসহ অন্যান্য আধুনিক প্রযুক্তির ফসল কিন্তু এখন জীবননগর উপজেলায় চাষ হচ্ছে। এসব ফসল আপনাদের দেখানোর জন্যই এই মাঠ দিবস।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিজামুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব বিন সাদেক এবং কৃষক জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাসেল হোসেন মুন্না, হাসান আহম্মেদ, এম এইচ সম্রাট, আব্দুল্লাহ আল মামুন এবং কয়েকশত কৃষক-কৃষাণী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোরশেদ বিল্লাল।
উল্লেখ্য, ভাই ভাই কৃষি প্রজেক্টের স্বত্ত্বাধিকারী জাহিদুল ইসলাম বরাবরই নিত্যনতুন ফসলের চাষ করে থাকেন। এবার তিনি তার কৃষি প্রজেক্টে ১০ শতক জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন। এছাড়া তার কৃষি প্রজেক্টে বারি টম্যাটো, পেঁয়াজ রসুন, এলাচ, আদাসহ বিভিন্ন মসলা জাতীয় ফসল রয়েছে।