ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে আরএমপি (ঢাকা), ভিডিআরএমপি (বরিশাল) এবং এফপি জন্মনিয়ন্ত্রণবিষয়ক বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ভুয়া পরিচয় ব্যবহারকারী আতিকুজ্জামান চঞ্চল (৩৬) নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে জীবননগর পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে ইব্রাহিম টাওয়ারের নীচে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভুয়া ওই চিকিৎসকে জরিমানা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। ভুয়া চিকিৎসক আতিকুজ্জামান চঞ্চল জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লক্ষীপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে জীবননগর শহরে চিকিৎসা দিয়ে আসছিলেন আতিকুজ্জামান চঞ্চল নামের এই চিকিৎসক। চিকিৎসা দেওয়ার নামে নানা কৌশলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন তিনি। খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁর সনদের কাগজপত্র ভুয়া হিসেবে প্রমাণিত হয়। পরে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী অভিযুক্ত ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুস্তাফিজুর রহমান সুজন এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেকসহ পুলিশের একটি দল।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম বলেন, জীবননগর উপজেলায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। অভিযোগ পেলেই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড টাইম : ১০:০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

জীবননগর অফিস: জীবননগরে আরএমপি (ঢাকা), ভিডিআরএমপি (বরিশাল) এবং এফপি জন্মনিয়ন্ত্রণবিষয়ক বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ভুয়া পরিচয় ব্যবহারকারী আতিকুজ্জামান চঞ্চল (৩৬) নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে জীবননগর পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে ইব্রাহিম টাওয়ারের নীচে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভুয়া ওই চিকিৎসকে জরিমানা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। ভুয়া চিকিৎসক আতিকুজ্জামান চঞ্চল জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লক্ষীপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুয়া পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে জীবননগর শহরে চিকিৎসা দিয়ে আসছিলেন আতিকুজ্জামান চঞ্চল নামের এই চিকিৎসক। চিকিৎসা দেওয়ার নামে নানা কৌশলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন তিনি। খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁর সনদের কাগজপত্র ভুয়া হিসেবে প্রমাণিত হয়। পরে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারা অনুযায়ী অভিযুক্ত ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুস্তাফিজুর রহমান সুজন এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেকসহ পুলিশের একটি দল।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম বলেন, জীবননগর উপজেলায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। অভিযোগ পেলেই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।