ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগর রেইনবো স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৯:৫৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
  • / ২৯ বার পড়া হয়েছে

জীবননগর রেইনবো গ্রামার স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল রোববার বেলা ১১টায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। রেইনবো গ্রামার স্কুলের সভাপতি আসিফ আনজুম পিয়াসের সভাপতিত্বে মহেশপুর-৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর তসলিম মোহাম্মদ তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব ক্রীড়া-সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলায় পারে উন্নত ও সুস্বাস্থ্যের অধিকারী একটি জাতি গঠন করতে। খেলাধুলা করলে একদিকে যেমন দেহ ও মন ভালো থাকে, অন্যদিকে মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখে। এছাড়া তিনি স্কুলের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান জীবননগরে একটি যুগোপযোগী ইংলিশ মিডিয়ামের মতো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর-৫৮ বিজিবির সুবেদার মো. মজিবর রহমান, জীবননগর বিজিবির ক্যাম্প কমান্ডার মো. আমিরুল ইসলাম রানা, রেইনবো গ্রামার স্কুলের প্রিন্সিপাল মোজাহার উদ্দীন লিপটন, সহকারী শিক্ষিকা জোবায়েদা খাতুন, সহকারী শিক্ষিকা মাহফুজা খাতুন, সহকারী শিক্ষিকা সালেহা খাতুন, সহকারী শিক্ষিকা মনিকা আক্তার, সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর রেইনবো স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ

আপলোড টাইম : ০৯:৫৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

জীবননগর রেইনবো গ্রামার স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া-সামগ্রী বিতরণ করেছে মহেশপুর-৫৮ বিজিবি। গতকাল রোববার বেলা ১১টায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়। রেইনবো গ্রামার স্কুলের সভাপতি আসিফ আনজুম পিয়াসের সভাপতিত্বে মহেশপুর-৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর তসলিম মোহাম্মদ তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব ক্রীড়া-সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলায় পারে উন্নত ও সুস্বাস্থ্যের অধিকারী একটি জাতি গঠন করতে। খেলাধুলা করলে একদিকে যেমন দেহ ও মন ভালো থাকে, অন্যদিকে মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখে। এছাড়া তিনি স্কুলের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান জীবননগরে একটি যুগোপযোগী ইংলিশ মিডিয়ামের মতো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর-৫৮ বিজিবির সুবেদার মো. মজিবর রহমান, জীবননগর বিজিবির ক্যাম্প কমান্ডার মো. আমিরুল ইসলাম রানা, রেইনবো গ্রামার স্কুলের প্রিন্সিপাল মোজাহার উদ্দীন লিপটন, সহকারী শিক্ষিকা জোবায়েদা খাতুন, সহকারী শিক্ষিকা মাহফুজা খাতুন, সহকারী শিক্ষিকা সালেহা খাতুন, সহকারী শিক্ষিকা মনিকা আক্তার, সহকারী শিক্ষিকা শারমিন সুলতানা প্রমুখ।