ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

জীবননগর মাধবপুরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • / ৫৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, হাসাদাহ:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মহল্লাবাসীর চলাচলের রাস্তাটি তারকাটা দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুল হান্নান ও রুবেল আহম্মেদ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন মাদ্রাসার শিক্ষার্থীসহ এ মহল্লার বাসিন্দারা।
জানা যায়, এ রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবত মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং কিছু পরিবার চলাচল করত। কিছুদিন আগে হঠাৎ করে আব্দুল হান্নান ও রুবেল আহম্মেদ রাস্তার ওপরে তারকাটার বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। রাস্তাটি বন্ধ থাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান বর্তমান বন্ধ রয়েছে। এ রাস্তা দিয়ে চলাচলের জন্য ব্যবসায়ী শাহ আলম, মহল্লাবাসীর পক্ষ থেকে আসাদুজ্জামান বিশ্বাস জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সুষ্ঠু সমাধান মেলেনি।
এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন যাবত এ রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রী এবং পাড়া-মহল্লাবাসী চলাচল করে থাকে। কিন্তু হঠাৎ রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তি পোহাতে তাদের। তাঁরা বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, রাস্তার জমি ছেড়ে আব্দুল হান্নান ও ব্যবসায়ী শাহ আলমকে সমন্বয় করতে বলা হয়েছে। যাতে করে সাধারণ মানুষ এ রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর মাধবপুরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

আপলোড টাইম : ০৭:৫১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২

প্রতিবেদক, হাসাদাহ:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও মহল্লাবাসীর চলাচলের রাস্তাটি তারকাটা দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুল হান্নান ও রুবেল আহম্মেদ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন মাদ্রাসার শিক্ষার্থীসহ এ মহল্লার বাসিন্দারা।
জানা যায়, এ রাস্তা দিয়ে দীর্ঘদিন যাবত মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং কিছু পরিবার চলাচল করত। কিছুদিন আগে হঠাৎ করে আব্দুল হান্নান ও রুবেল আহম্মেদ রাস্তার ওপরে তারকাটার বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেন। রাস্তাটি বন্ধ থাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান বর্তমান বন্ধ রয়েছে। এ রাস্তা দিয়ে চলাচলের জন্য ব্যবসায়ী শাহ আলম, মহল্লাবাসীর পক্ষ থেকে আসাদুজ্জামান বিশ্বাস জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সুষ্ঠু সমাধান মেলেনি।
এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন যাবত এ রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রী এবং পাড়া-মহল্লাবাসী চলাচল করে থাকে। কিন্তু হঠাৎ রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তি পোহাতে তাদের। তাঁরা বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, রাস্তার জমি ছেড়ে আব্দুল হান্নান ও ব্যবসায়ী শাহ আলমকে সমন্বয় করতে বলা হয়েছে। যাতে করে সাধারণ মানুষ এ রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে।