ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগর বেনীপুর বাওড়ে নৌকা ডুবিতে পাহারাদারের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
  • / ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাদল গোলদার (৩৫) নামের এক বাওড় পাহারাদারের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর বাওড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় দুই ঘণ্টা নিখোঁজ থাকার পর স্থানীয়রা বাওড় থেকে তাঁর লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিহত বাদল গোলদার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাদল গোলদার গতবছরের শেষের দিকে বেনীপুর বাওড়ের রাত্রিকালীন পাহারাদার হিসেবে চাকরি নেন। প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যার দিকে তিনি বাওড় পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাত নয়টার দিকে অন্যান্য পাহারাদারদের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে বাওড়ের চারিপাশে ঘুরে রাত্রিকালীন টহল দিতে থাকেন। এসময় হঠাৎ করেই ইঞ্জিনচালিত নৌকাটি পানিতে ডুবে যায়। অন্যান্য পাহারাদাররা সাঁতড়ে ডাঙায় উঠতে পারলেও নৌকার সঙ্গে পানিতে তালিয়ে যান বাদল। তাঁর সহকর্মীরা বাওড়ের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে খুজে পায়নি। এ ঘটনার ২ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয়রা।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা বলেন, রাতেই দুর্ঘটনাটির বিষয়ে জানতে পারি। তখন পর্যন্ত বাদলকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার দুই ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাওড় পাহারা দেওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাদল নামের এক পাহারাদারের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর বেনীপুর বাওড়ে নৌকা ডুবিতে পাহারাদারের মৃত্যু

আপলোড টাইম : ০৯:১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাদল গোলদার (৩৫) নামের এক বাওড় পাহারাদারের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর বাওড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রায় দুই ঘণ্টা নিখোঁজ থাকার পর স্থানীয়রা বাওড় থেকে তাঁর লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিহত বাদল গোলদার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল গোলদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘বাদল গোলদার গতবছরের শেষের দিকে বেনীপুর বাওড়ের রাত্রিকালীন পাহারাদার হিসেবে চাকরি নেন। প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যার দিকে তিনি বাওড় পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাত নয়টার দিকে অন্যান্য পাহারাদারদের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় চড়ে বাওড়ের চারিপাশে ঘুরে রাত্রিকালীন টহল দিতে থাকেন। এসময় হঠাৎ করেই ইঞ্জিনচালিত নৌকাটি পানিতে ডুবে যায়। অন্যান্য পাহারাদাররা সাঁতড়ে ডাঙায় উঠতে পারলেও নৌকার সঙ্গে পানিতে তালিয়ে যান বাদল। তাঁর সহকর্মীরা বাওড়ের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে খুজে পায়নি। এ ঘটনার ২ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় স্থানীয়রা।

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্যা বলেন, রাতেই দুর্ঘটনাটির বিষয়ে জানতে পারি। তখন পর্যন্ত বাদলকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার দুই ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাওড় পাহারা দেওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাদল নামের এক পাহারাদারের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।’