ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জীবননগর ফিলিং স্টেশনের বিরুদ্ধে এলপিজি গ্যাস কম দেওয়ার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ৬৯ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর পৌর শহরের কালীগঞ্জ রোডে অবস্থিত জীবননগর ফিলিং স্টেশনের বিরুদ্ধে এলপিজি গ্যাস কম দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। জীবননগর পৌর শহরের ব্যবসায়ী ফয়সাল ইকবাল এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে জীবননগর ফিলিং স্টেশন থেকে ৬০ লিটার এলপিজি গ্যাস নিয়েছিলাম। পরে দেখি ৫ লিটার কম। আমি বিষয়টি তাদের অবগত করলে তারা অস্বীকার করে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, তেল পাম্পে পেট্রোল কিনতে গেলে মোটরসাইকেল চালকদের নিকট এক পয়সা কম রাখেন না, অথচ মুদি দোকানিরা পাম্পে তেল আনতে গেলে তাদের নিকট থেকে লিটার প্রতি ৫-৬ টাকা কম রাখে। এ ধরনের অসাধু তেল পাম্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে প্রতিনিয়ত সাধারণ মানুষ প্রতারিত হবে।

এদিকে এলপিজি গ্যাস কম দেওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়াতে তোলাপাড়া শুরু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ফিলিং স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা-কমচারীরা কথা বলতে রাজি হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর ফিলিং স্টেশনের বিরুদ্ধে এলপিজি গ্যাস কম দেওয়ার অভিযোগ

আপলোড টাইম : ০৭:১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

জীবননগর অফিস:
জীবননগর পৌর শহরের কালীগঞ্জ রোডে অবস্থিত জীবননগর ফিলিং স্টেশনের বিরুদ্ধে এলপিজি গ্যাস কম দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। জীবননগর পৌর শহরের ব্যবসায়ী ফয়সাল ইকবাল এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে জীবননগর ফিলিং স্টেশন থেকে ৬০ লিটার এলপিজি গ্যাস নিয়েছিলাম। পরে দেখি ৫ লিটার কম। আমি বিষয়টি তাদের অবগত করলে তারা অস্বীকার করে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, তেল পাম্পে পেট্রোল কিনতে গেলে মোটরসাইকেল চালকদের নিকট এক পয়সা কম রাখেন না, অথচ মুদি দোকানিরা পাম্পে তেল আনতে গেলে তাদের নিকট থেকে লিটার প্রতি ৫-৬ টাকা কম রাখে। এ ধরনের অসাধু তেল পাম্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে প্রতিনিয়ত সাধারণ মানুষ প্রতারিত হবে।

এদিকে এলপিজি গ্যাস কম দেওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়াতে তোলাপাড়া শুরু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ফিলিং স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা-কমচারীরা কথা বলতে রাজি হয়নি।