ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

জীবননগর ও হরিণাকুণ্ডুতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / ১৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে আজ বুধবার জীবননগর ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনের বিষয়ে জানানো হয়।

জীবননগর:
‘উদ্ভাবনী জয়উল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ বুধবার জীবননগরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তিথি মিত্র জানান, বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। থাকবে চারটি প্যাভিলিয়ন। উদ্ভাবনী উদ্যোগ স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোই সেবা এবং শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থা এই মেলায় অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাংবাদিক সালাউদ্দিন কাজল, মিঠুন মাহমুদ, রিপন হোসেন প্রমুখ।

হরিণাকুণ্ডু:
হরিণাকুণ্ডুতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এই প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিতা সাহা জানান, ৯ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোই সেবা এবং শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি-বেসাকারি দপ্তর ও সংস্থার অংশগ্রহন করবে। মেলার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮টা হতে বিকেল ৩টা পর্যন্ত। মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, জয়েন্ট সেক্রেটারি রুবেল হোসেন, আশরাফুল আলম, রাজন, আশরাফুল ইসলাম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর ও হরিণাকুণ্ডুতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ১০:০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে আজ বুধবার জীবননগর ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনের বিষয়ে জানানো হয়।

জীবননগর:
‘উদ্ভাবনী জয়উল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ বুধবার জীবননগরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তিথি মিত্র জানান, বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করবেন। মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। থাকবে চারটি প্যাভিলিয়ন। উদ্ভাবনী উদ্যোগ স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোই সেবা এবং শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থা এই মেলায় অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাংবাদিক সালাউদ্দিন কাজল, মিঠুন মাহমুদ, রিপন হোসেন প্রমুখ।

হরিণাকুণ্ডু:
হরিণাকুণ্ডুতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এই প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। হরিনাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিতা সাহা জানান, ৯ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোই সেবা এবং শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি-বেসাকারি দপ্তর ও সংস্থার অংশগ্রহন করবে। মেলার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৮টা হতে বিকেল ৩টা পর্যন্ত। মেলায় ডিজিটাল সেবার মানোন্নয়নে নাগরিকদের মূল্যায়ন সম্পর্কে অনলাইনে মতামত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু, জয়েন্ট সেক্রেটারি রুবেল হোসেন, আশরাফুল আলম, রাজন, আশরাফুল ইসলাম প্রমুখ।