ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

জীবননগর উপজেলার আরও তিন ইউনিয়ন পরিষদের তফশিল ঘোষনা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • / ২৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা, হাসাদহ ও রায়পুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। আগামী ১৬ মার্চ ইভিএম এর মাধ্যমে এ তিনটি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এদিকে, গতকাল বুধবার এই তিনটি ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার হিসেবে সদর উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুল হাসানকে নিয়োগ করে জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ একটি প্রজ্ঞাপন জারি করেছেন।
ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষদিন, মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহরের শেষদিন ২৭ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এরআগে গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন. আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস, জীবননগরের উথলী, কেডিকে ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশিল ঘোষনা করে।
দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ রিটার্নিং অফিসার ও দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বভার পালন করছেন। জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মো. মেজর আহাম্মেদকে উথলী, কেডিকে এবং মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং আটটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন পরিচালনার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং গণমাধ্যমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের অবহিত করে চিঠি পাঠিয়েছেন জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ বলেন, নতুন করে বাঁকা, হাসাদহ ও রায়পুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এনিয়ে মোট আটটি ইউনিয়ন পরিষদ ও দর্শনা পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন আগামী ১৬ মার্চ ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগর উপজেলার আরও তিন ইউনিয়ন পরিষদের তফশিল ঘোষনা

আপলোড টাইম : ০৮:৩৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা, হাসাদহ ও রায়পুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। আগামী ১৬ মার্চ ইভিএম এর মাধ্যমে এ তিনটি ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এদিকে, গতকাল বুধবার এই তিনটি ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার হিসেবে সদর উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুল হাসানকে নিয়োগ করে জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ একটি প্রজ্ঞাপন জারি করেছেন।
ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষদিন, মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহরের শেষদিন ২৭ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এরআগে গত ২৩ জানুয়ারি নির্বাচন কমিশন দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন. আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস, জীবননগরের উথলী, কেডিকে ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফশিল ঘোষনা করে।
দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ রিটার্নিং অফিসার ও দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বভার পালন করছেন। জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মো. মেজর আহাম্মেদকে উথলী, কেডিকে এবং মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য দর্শনা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন এবং আটটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন পরিচালনার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং গণমাধ্যমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের অবহিত করে চিঠি পাঠিয়েছেন জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ বলেন, নতুন করে বাঁকা, হাসাদহ ও রায়পুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এনিয়ে মোট আটটি ইউনিয়ন পরিষদ ও দর্শনা পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচন আগামী ১৬ মার্চ ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।