ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগরে ৬টি স্বর্ণের বারসহ নারী আটক

বাঁকা থেকে সংবাদদাতা:
  • আপলোড টাইম : ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • / ৫২ বার পড়া হয়েছে

জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬টি স্বর্ণের বারসহ এক নারী স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার সীমান্ত এলাকার হরিহরনগর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে এসআই ভবতোষ, এসআই কেরামত আলী, এসঅই ওসমান গনি ও নারী পুলিশ সদস্য পপি দত্ত ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিহরনগর জেলে পাড়ার মৃত শাহার আলী মণ্ডলের ছেলে আব্দুল হান্নানের ( ৪৭) বাড়িতে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করে স্বর্ণের বারের বিষয়টি নিশ্চিত হয় এবং বাড়িটি ঘিরে ফেলে।


অভিযানের খবর পেয়ে চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির, ওসি আব্দুল খালেক, ওসি (অপারেশন) সুখেন্দু ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নিয়ে রাত ৮টার দিকে চোরাকারবারি হান্নানের বাড়িতে তল্লাশি করাকালে হান্নানের স্ত্রী চায়না খাতুনের (৪০) দেওয়া তথ্য মতে তাদের বসতবাড়ির শোবার ঘরের টেলিভিশনের নিচে বিশেষ উপায়ে লুকানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং চোরাকারবারি হান্নানের স্ত্রী চায়না খাতুনকে আটক করা হয়। উদ্ধারকৃত ৬টি স্বর্ণের বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা, যার আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ৫১ হাজার ৭৫০ টাকা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক স্বর্ণের বারসহ নারী চোরাকারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে জীবননগর থানায় স্বর্ণ চোরাচালান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ৬টি স্বর্ণের বারসহ নারী আটক

আপলোড টাইম : ০৯:১৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬টি স্বর্ণের বারসহ এক নারী স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার সীমান্ত এলাকার হরিহরনগর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে এসআই ভবতোষ, এসআই কেরামত আলী, এসঅই ওসমান গনি ও নারী পুলিশ সদস্য পপি দত্ত ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিহরনগর জেলে পাড়ার মৃত শাহার আলী মণ্ডলের ছেলে আব্দুল হান্নানের ( ৪৭) বাড়িতে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করে স্বর্ণের বারের বিষয়টি নিশ্চিত হয় এবং বাড়িটি ঘিরে ফেলে।


অভিযানের খবর পেয়ে চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির, ওসি আব্দুল খালেক, ওসি (অপারেশন) সুখেন্দু ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে নিয়ে রাত ৮টার দিকে চোরাকারবারি হান্নানের বাড়িতে তল্লাশি করাকালে হান্নানের স্ত্রী চায়না খাতুনের (৪০) দেওয়া তথ্য মতে তাদের বসতবাড়ির শোবার ঘরের টেলিভিশনের নিচে বিশেষ উপায়ে লুকানো অবস্থায় ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং চোরাকারবারি হান্নানের স্ত্রী চায়না খাতুনকে আটক করা হয়। উদ্ধারকৃত ৬টি স্বর্ণের বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা, যার আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ৫১ হাজার ৭৫০ টাকা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক স্বর্ণের বারসহ নারী চোরাকারবারি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে জীবননগর থানায় স্বর্ণ চোরাচালান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।