ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগরে হাসপাতালের কোয়ার্টার থেকে টাকা-স্বর্ণালঙ্কার চুরি!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাশেদের বাড়ির তালা কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে তাঁর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

চিকিৎসক মো. রাশেদ জানান, গতকাল সকালে ডিউটিতে যান এবং তার স্ত্রী সন্তানকে স্কুল থেকে আনার জন্য বাড়ির দরজায় তালা ঝুলিয়ে যান। বেলা ১১টার দিকে বাড়িতে এসে দেখেন দরজার তালা ভাঙা। পরে ঘরে ডুকে দেখেন আলমারি ভেঙে চোরেরা ৫ ভরি সোনার অলঙ্কার ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলে জানান।

এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে হাসপাতালের কোয়ার্টার থেকে টাকা-স্বর্ণালঙ্কার চুরি!

আপলোড টাইম : ০৮:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

জীবননগর অফিস: চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রাশেদের বাড়ির তালা কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে তাঁর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

চিকিৎসক মো. রাশেদ জানান, গতকাল সকালে ডিউটিতে যান এবং তার স্ত্রী সন্তানকে স্কুল থেকে আনার জন্য বাড়ির দরজায় তালা ঝুলিয়ে যান। বেলা ১১টার দিকে বাড়িতে এসে দেখেন দরজার তালা ভাঙা। পরে ঘরে ডুকে দেখেন আলমারি ভেঙে চোরেরা ৫ ভরি সোনার অলঙ্কার ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলে জানান।

এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছি।