ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগরে যুবদল নেতা রাজার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফ জাহাঙ্গীর রাজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার দুপুর পৌনে একটার দিকে দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরিফ জাহাঙ্গীর রাজা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের বড় মসজিদ পাড়ার রাহেন মুহুরীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফ জাহাঙ্গীর রাজা গত রোববার রাতে নিজ বাড়ি গয়েশপুর গ্রামে হৃদরোগে আক্রান্ত হন। তাঁর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটায় নিজ গ্রাম গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

এদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হাসান খান বাবু, সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে যুবদল নেতা রাজার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

আপলোড টাইম : ০৪:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফ জাহাঙ্গীর রাজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার দুপুর পৌনে একটার দিকে দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরিফ জাহাঙ্গীর রাজা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের বড় মসজিদ পাড়ার রাহেন মুহুরীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরিফ জাহাঙ্গীর রাজা গত রোববার রাতে নিজ বাড়ি গয়েশপুর গ্রামে হৃদরোগে আক্রান্ত হন। তাঁর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাঁকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটায় নিজ গ্রাম গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

এদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হাসান খান বাবু, সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার প্রমুখ।