ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় রাহা নামের পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর পুরাতন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাহা একই এলাকার ইয়াকুবের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় পৌর কাউন্সিলার জামাল হোসের খোকন।

স্থানীয় বাসিন্দারা জানায়, রাহা বাড়ির সামনের সড়কের ওপর বালু নিয়ে খেলা করছিল। এসময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে সেই মোটরসাইকেল চালক ও পরিবারের লোকজন রাহাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাহসিন সাদিয়া সেফা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠান।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহসিন সাদিয়া সেফা বলেন, ‘আজ বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুকে আনা হয়েছিল। তার কন্ডিশন খুব খারাপ ছিল। সেভিয়ার হেড ইনজুরি। রোগীর অবস্থা ক্রমান্বয় খারাপের দিকে যাবে ভেবে আমরা দ্রুত রক্তক্ষরণ কন্ট্রোল করার চেষ্টা করেছি। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেছি।’

এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন বলেন, ‘আমি বিকেলে জীবননগর থানায় একটি বিচারে ছিলাম। এ সময় শুনলাম আমার ওয়ার্ডে সড়ক দুর্ঘটনায় রাহা নামের এক শিশু আহত হয়েছে। স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করেছিল। আমি পরে দ্রুত ঘটনাস্থলে আসি। হাসপাতালে গিয়ে জানতে পারি রাহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সঙ্গে ওই মোটরসাইকেল চালকও গেছেন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত

আপলোড টাইম : ১১:৩৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

জীবননগর অফিস:
জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় রাহা নামের পাঁচ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর পুরাতন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাহা একই এলাকার ইয়াকুবের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় পৌর কাউন্সিলার জামাল হোসের খোকন।

স্থানীয় বাসিন্দারা জানায়, রাহা বাড়ির সামনের সড়কের ওপর বালু নিয়ে খেলা করছিল। এসময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। পরে সেই মোটরসাইকেল চালক ও পরিবারের লোকজন রাহাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাহসিন সাদিয়া সেফা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুতর হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠান।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহসিন সাদিয়া সেফা বলেন, ‘আজ বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুকে আনা হয়েছিল। তার কন্ডিশন খুব খারাপ ছিল। সেভিয়ার হেড ইনজুরি। রোগীর অবস্থা ক্রমান্বয় খারাপের দিকে যাবে ভেবে আমরা দ্রুত রক্তক্ষরণ কন্ট্রোল করার চেষ্টা করেছি। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেছি।’

এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন বলেন, ‘আমি বিকেলে জীবননগর থানায় একটি বিচারে ছিলাম। এ সময় শুনলাম আমার ওয়ার্ডে সড়ক দুর্ঘটনায় রাহা নামের এক শিশু আহত হয়েছে। স্থানীয় লোকজন মোটরসাইকেলটি আটক করেছিল। আমি পরে দ্রুত ঘটনাস্থলে আসি। হাসপাতালে গিয়ে জানতে পারি রাহার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সঙ্গে ওই মোটরসাইকেল চালকও গেছেন।’