ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগরে বিদায় সংবর্ধনা গ্রহণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার

সমীকরণ প্রতিবেদন:
  • আপলোড টাইম : ১০:০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • / ৩০ বার পড়া হয়েছে

জীবননগর ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় পৃথক স্থানে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জীবননগর:

জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিদায়ী জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় কাজ করা অবস্থায় আমি আমার নিজ জেলা মনে করে কাজ করেছি। যতটুকু পেরেছি, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। এ জেলার মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। এ জেলার মানুষের কথা আমি কখনো ভুলব না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী।

এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ফাউন্ডেশন ও ইয়ুথ অ্যাসেম্বলির সভাপতি মিঠুন মাহমুদ, সহসভাপতি মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তুহিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার  সন্ধ্যা সাতটার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, মৎস্য অফিসার ড. মশিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, দামুৃড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলমসহ উপজেলার সকল সরকারি দপ্তরের অফিসারবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে বিদায় সংবর্ধনা গ্রহণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার

আপলোড টাইম : ১০:০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

জীবননগর ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় পৃথক স্থানে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জীবননগর:

জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিদায়ী জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘চুয়াডাঙ্গা জেলায় কাজ করা অবস্থায় আমি আমার নিজ জেলা মনে করে কাজ করেছি। যতটুকু পেরেছি, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। এ জেলার মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। এ জেলার মানুষের কথা আমি কখনো ভুলব না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী।

এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ফাউন্ডেশন ও ইয়ুথ অ্যাসেম্বলির সভাপতি মিঠুন মাহমুদ, সহসভাপতি মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তুহিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দামুড়হুদা:

দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার  সন্ধ্যা সাতটার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, কৃষি অফিসার মনিরুজ্জামান মনির, মৎস্য অফিসার ড. মশিউর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, দামুৃড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাকারিয়া আলমসহ উপজেলার সকল সরকারি দপ্তরের অফিসারবৃন্দ।