ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগরে বাঁশের তৈরি জালি বিক্রি করে সংসার চলে রাজনের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় শীতের শুরুতেই গ্রামীণ জনপদে সুস্বাদু কুমড়োর বড়ি দেওয়া শুরু হয়েছে। এতে ব্যস্ততা বেড়েছে জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আশতলাপাড়ার সলেমানের ছেলে রাজনের। বাঁশের তৈরি কুমড়োর বড়ি দেওয়ার জালি বিক্রি করে সংসার চলে তার। শীতের শুরুতেই বাইসাইকেলে করে বাঁশের তৈরি জালি বিক্রি করে জীবিকা নির্বাহ করে জীবননগর পৌর সভার ৮নং ওয়ার্ড আশতলাপাড়ার সলেমানের ছেলে রাজনের।
। আর এই বড়ি দেওয়ার উপকরণ হিসেবে বাঁশের তৈরি জলি ব্যবহার করা হয়। রাজন জানায় তিনি দুই বছর ধরে চুয়াডাঙ্গা জেলার আসমান খালী এলাকা থেকে বাঁশের জালি কিনে জীবননগর উপজেলা শহরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাইসাইকেলে করে ঘুরে ঘুরে বাশের জালি বিক্রি করেন।
তিনি জানান প্রতিটি বাঁশের জালি ১শ ৫০ টাকা থেকে ২শ টাকা করে বিক্রি করে থাকেন। তিনি জানান এ জালি বিক্রি করে তিনি পিতা,মাতা, স্ত্রীসহ চার জনের সংসার পরিচালনা করেন। তিনি আরো জানান এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় ও কুমড়ো ও কালাই এর ধরন ভালো হওয়ায় আশানুরুপ জালি বিক্রি করে লাভবান হবে বলে আশা করছেন।
তিনি আরো জানান গত বছর ১ হাজার পিস জালি বিক্রি করেন এবং এবছর প্রায় ৩ হাজার পিস বিক্রয়ের আশা ব্যক্ত করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় জীবননগর উপজেলার প্রায় প্রতিটি বাড়িতেই মহিলারা শীতের শুরুতেই কুমড়োর বড়ি দেওয়ার কাজ করছেন, যা তারা পুরা শীতকাল এই বড়ি বিভিন্ন তরকারীর সাথে ব্যবহার করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে বাঁশের তৈরি জালি বিক্রি করে সংসার চলে রাজনের

আপলোড টাইম : ১২:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় শীতের শুরুতেই গ্রামীণ জনপদে সুস্বাদু কুমড়োর বড়ি দেওয়া শুরু হয়েছে। এতে ব্যস্ততা বেড়েছে জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আশতলাপাড়ার সলেমানের ছেলে রাজনের। বাঁশের তৈরি কুমড়োর বড়ি দেওয়ার জালি বিক্রি করে সংসার চলে তার। শীতের শুরুতেই বাইসাইকেলে করে বাঁশের তৈরি জালি বিক্রি করে জীবিকা নির্বাহ করে জীবননগর পৌর সভার ৮নং ওয়ার্ড আশতলাপাড়ার সলেমানের ছেলে রাজনের।
। আর এই বড়ি দেওয়ার উপকরণ হিসেবে বাঁশের তৈরি জলি ব্যবহার করা হয়। রাজন জানায় তিনি দুই বছর ধরে চুয়াডাঙ্গা জেলার আসমান খালী এলাকা থেকে বাঁশের জালি কিনে জীবননগর উপজেলা শহরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাইসাইকেলে করে ঘুরে ঘুরে বাশের জালি বিক্রি করেন।
তিনি জানান প্রতিটি বাঁশের জালি ১শ ৫০ টাকা থেকে ২শ টাকা করে বিক্রি করে থাকেন। তিনি জানান এ জালি বিক্রি করে তিনি পিতা,মাতা, স্ত্রীসহ চার জনের সংসার পরিচালনা করেন। তিনি আরো জানান এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় ও কুমড়ো ও কালাই এর ধরন ভালো হওয়ায় আশানুরুপ জালি বিক্রি করে লাভবান হবে বলে আশা করছেন।
তিনি আরো জানান গত বছর ১ হাজার পিস জালি বিক্রি করেন এবং এবছর প্রায় ৩ হাজার পিস বিক্রয়ের আশা ব্যক্ত করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় জীবননগর উপজেলার প্রায় প্রতিটি বাড়িতেই মহিলারা শীতের শুরুতেই কুমড়োর বড়ি দেওয়ার কাজ করছেন, যা তারা পুরা শীতকাল এই বড়ি বিভিন্ন তরকারীর সাথে ব্যবহার করেন।