ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগরে ফেনসিডিলের চালান নিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • / ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর থেকে শরীরে ৮১ বোতল ফেনসিডিল নিয়ে খুলনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিপ্লব (২৬) ও আলামিন (২৩) নামের দুই যুবক গুরুতর জখম হয়েছে। গতরাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এর পূর্বে গতকাল রাত ১০টার দিকে জীবননগর উপজেলার পেয়ারাতলা মোড়ে এ ঘটনা ঘটে। মাদকবহনকারী দুই যুবক চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন সুলতারপুর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে শিপ্লব ও রাঙ্গিয়ারপোতা গ্রামের রফিকুলের ছেলে আলামিন।

জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে শিপ্লব ও আলামিন দুই বন্ধু শরীরে বিশেষ কৌশলে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলযোগে জীবননগরের সন্তোষপুর এলাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথের মধ্যে পেয়ারাতলা মোড়ে পৌঁছালে পথচারী পানুরা খাতুন (৪০) নামের এক নারীর সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে পারুলা খাতুনসহ মাদক বহনকারী দুই য্বুক গুরুতর জখম হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধারের সময় দুই যুবকের শরীরে বিশেষ কৌশলে রাখা ফেনসিডিল দেখতে পায়। পরে জীবননগর থানা পুলিশে খবর দিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে রাতেই পারুলা খাতুনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে মাদকবহনকারী দুই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভীন অনিক চৌধুরী বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সদস্যরা সড়ক দুর্ঘটনায় জখম দুজনকে জরুরি বিভাগে নেয়। এদের মধ্যে একজনের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। মাদকসহ অ্যাক্সিডেন্ট করায় স্থানীয় ব্যক্তিরা তাকে পিটিয়েছে বলেও জানতে পারি। জরুরি বিভাগ থেকে দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাদেরকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘জীবননগর থেকে শরীরের সঙ্গে ফেনসিডিল নিয়ে খুলনা যাওয়ার পথে পেয়ারাতলা মোড়ে এক নারীর সঙ্গে দুই মাদকবহনকারীর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তার ওপর পড়ে পথচারী নারীসহ দুই মাদকবহনকারী গুরুতর আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার হাসপাতালে নেয়। ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে ফেনসিডিলের চালান নিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু আহত

আপলোড টাইম : ১১:০০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর থেকে শরীরে ৮১ বোতল ফেনসিডিল নিয়ে খুলনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিপ্লব (২৬) ও আলামিন (২৩) নামের দুই যুবক গুরুতর জখম হয়েছে। গতরাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে জীবননগর থানা পুলিশ আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এর পূর্বে গতকাল রাত ১০টার দিকে জীবননগর উপজেলার পেয়ারাতলা মোড়ে এ ঘটনা ঘটে। মাদকবহনকারী দুই যুবক চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন সুলতারপুর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে শিপ্লব ও রাঙ্গিয়ারপোতা গ্রামের রফিকুলের ছেলে আলামিন।

জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে শিপ্লব ও আলামিন দুই বন্ধু শরীরে বিশেষ কৌশলে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে মোটরসাইকেলযোগে জীবননগরের সন্তোষপুর এলাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথের মধ্যে পেয়ারাতলা মোড়ে পৌঁছালে পথচারী পানুরা খাতুন (৪০) নামের এক নারীর সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে পারুলা খাতুনসহ মাদক বহনকারী দুই য্বুক গুরুতর জখম হয়। এসময় স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধারের সময় দুই যুবকের শরীরে বিশেষ কৌশলে রাখা ফেনসিডিল দেখতে পায়। পরে জীবননগর থানা পুলিশে খবর দিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে রাতেই পারুলা খাতুনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে মাদকবহনকারী দুই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভীন অনিক চৌধুরী বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সদস্যরা সড়ক দুর্ঘটনায় জখম দুজনকে জরুরি বিভাগে নেয়। এদের মধ্যে একজনের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। মাদকসহ অ্যাক্সিডেন্ট করায় স্থানীয় ব্যক্তিরা তাকে পিটিয়েছে বলেও জানতে পারি। জরুরি বিভাগ থেকে দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাদেরকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, ‘জীবননগর থেকে শরীরের সঙ্গে ফেনসিডিল নিয়ে খুলনা যাওয়ার পথে পেয়ারাতলা মোড়ে এক নারীর সঙ্গে দুই মাদকবহনকারীর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তার ওপর পড়ে পথচারী নারীসহ দুই মাদকবহনকারী গুরুতর আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার হাসপাতালে নেয়। ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।’