ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

জীবননগরে তরুণ সমাজকে মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / ২৬ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগরে তরুণ সমাজকে মূল্যবোধ, পরার্থপরতা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভা, শিক্ষামূলক নাটক মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিউকে আহমদ ফাউন্ডেশনের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ড. কাজী খলীকুজ্জমান আহমদসহ বক্তারা বর্তমান ও আগামীর তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলেন, আজকের তরুণ সমাজ দেশের সুনাগরিক ও তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ, পরার্থপরতা, নৈতিকতা ও দেশপ্রেমে নেই বললেই চলে। তারা আজকের বিশ্বায়নের যুগে নিজেদেরেকে মোবাইল ফোনে আসক্ত করে ফেলেছে। তারা যা শিখছে তা আগামীদিনে জাতির সামনে তরুণ সমাজ বলতে এক অন্ধকাচ্ছন্ন বিকালঙ্গ জাতিতে পরিণত হবে। তাই তরুণ সমাজের মধ্যে সামাজিক মূল্যবোধ, পরার্থপরতা, নৈতিকতা ও দেশপ্রেমে জাগ্রিত করতে সবাইকে কাজ করতে হবে। তাদেরকে এদেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে আগামী প্রতিযোগিতার এই বিশ্বে আমরা যাদের রেখে যাব তারা বিশ্বের অন্যান্য জাতির থেকে পিছিয়ে পড়বে। দেশ হারাবে যোগ্য নাগরিক। জাতির সামনে নেমে আসবে অন্ধকার।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউকে আহমদ ফাউন্ডেশন ও পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে তরুণ সমাজকে মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে

আপলোড টাইম : ০৮:০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২

জীবননগর অফিস: জীবননগরে তরুণ সমাজকে মূল্যবোধ, পরার্থপরতা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভা, শিক্ষামূলক নাটক মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিউকে আহমদ ফাউন্ডেশনের আয়োজনে জীবননগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে।

সম্মেলনে ড. কাজী খলীকুজ্জমান আহমদসহ বক্তারা বর্তমান ও আগামীর তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলেন, আজকের তরুণ সমাজ দেশের সুনাগরিক ও তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ, পরার্থপরতা, নৈতিকতা ও দেশপ্রেমে নেই বললেই চলে। তারা আজকের বিশ্বায়নের যুগে নিজেদেরেকে মোবাইল ফোনে আসক্ত করে ফেলেছে। তারা যা শিখছে তা আগামীদিনে জাতির সামনে তরুণ সমাজ বলতে এক অন্ধকাচ্ছন্ন বিকালঙ্গ জাতিতে পরিণত হবে। তাই তরুণ সমাজের মধ্যে সামাজিক মূল্যবোধ, পরার্থপরতা, নৈতিকতা ও দেশপ্রেমে জাগ্রিত করতে সবাইকে কাজ করতে হবে। তাদেরকে এদেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে আগামী প্রতিযোগিতার এই বিশ্বে আমরা যাদের রেখে যাব তারা বিশ্বের অন্যান্য জাতির থেকে পিছিয়ে পড়বে। দেশ হারাবে যোগ্য নাগরিক। জাতির সামনে নেমে আসবে অন্ধকার।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউকে আহমদ ফাউন্ডেশন ও পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থী।