ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

জীবননগরে টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিদপ্তরের অভিযান

অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানে জরিমানা

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ১২:৪৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / ৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
সজল আহম্মেদ জানান, জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডিমের আড়ৎ, মাছ—মাংস, মুরগী, সবজি, কাঁচামালের আড়ৎ ও মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
সজল আহম্মেদ বলেন, অভিযানে মেসার্স খালেক স্টোর নামক ডিমের পাইকারি প্রতিষ্ঠানে যথাযথভাবে ডিমের ক্রয়—বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকরভাবে রেডি খাবার ও খাদ্যপণ্য সংরক্ষণের অপরাধে অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সাদিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯—এর ৩৮ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স আনিকা ডিম হাউজের মালিক শ্রী শান্ত কুমারকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও ডিম বিক্রয়ের পাঁকা ভাউচার প্রদান ও সংরক্ষণ না করা ও ডিমের মূল্য—তালিকা প্রদর্শন না করার অপরাধে একই আইনের ৩৮ ও ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স জুবায়ের স্টোর নামক প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য—তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ ও মূল্য লেখাবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. আলী কদরকে একই আইনের ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ক্যাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, বাজার কমিটির নেতৃবৃন্দ ও জীবননগর থানা—পুলিশের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিদপ্তরের অভিযান

অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড টাইম : ১২:৪৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
সজল আহম্মেদ জানান, জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে জীবননগর বাজার ও চ্যাংখালী রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডিমের আড়ৎ, মাছ—মাংস, মুরগী, সবজি, কাঁচামালের আড়ৎ ও মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
সজল আহম্মেদ বলেন, অভিযানে মেসার্স খালেক স্টোর নামক ডিমের পাইকারি প্রতিষ্ঠানে যথাযথভাবে ডিমের ক্রয়—বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকরভাবে রেডি খাবার ও খাদ্যপণ্য সংরক্ষণের অপরাধে অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সাদিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯—এর ৩৮ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স আনিকা ডিম হাউজের মালিক শ্রী শান্ত কুমারকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও ডিম বিক্রয়ের পাঁকা ভাউচার প্রদান ও সংরক্ষণ না করা ও ডিমের মূল্য—তালিকা প্রদর্শন না করার অপরাধে একই আইনের ৩৮ ও ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স জুবায়ের স্টোর নামক প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য—তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ ও মূল্য লেখাবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. আলী কদরকে একই আইনের ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ক্যাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, বাজার কমিটির নেতৃবৃন্দ ও জীবননগর থানা—পুলিশের একটি দল।