ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগরে চেক জালিয়াতি মামলায় অফিস সহায়কের জেল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ২৫ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:

জীবননগরে চেক জালিয়াতি মামলায় উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক আবু রায়হানের ৬ মাসের জেল প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আবু রায়হান চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের মো. ওছিম উদ্দিনের ছেলে। আবু রায়হান দীর্ঘদিন জীবননগর উপজেলা ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভম্বলপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে সাহেরুল ইসলামের নিকট থেকে আবু রায়হান ৩ লাখ টাকা ধার গ্রহণ করেন এবং টাকা পরিশোধের নিমিত্তে সাহেরুলের নামে একটি চেক প্রদান করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ধারের টাকা পরিশোধ না করায় মো. সাহেরুল ইসলাম বাদী হয়ে আবু রায়হানের নামে এনআই অ্যাক্টের ১৩৮(১) ধারার অধীনে মামলা করেন। দীর্ঘ বিচার শেষে গতকাল মঙ্গলবার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত চেক জালিয়াতির অভিযোগে আবু রায়হানকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে সাজা পরোয়ানামূলে তাঁকে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে চেক জালিয়াতি মামলায় অফিস সহায়কের জেল

আপলোড টাইম : ০৯:০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

জীবননগর অফিস:

জীবননগরে চেক জালিয়াতি মামলায় উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক আবু রায়হানের ৬ মাসের জেল প্রদান করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আবু রায়হান চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের মো. ওছিম উদ্দিনের ছেলে। আবু রায়হান দীর্ঘদিন জীবননগর উপজেলা ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ভম্বলপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে সাহেরুল ইসলামের নিকট থেকে আবু রায়হান ৩ লাখ টাকা ধার গ্রহণ করেন এবং টাকা পরিশোধের নিমিত্তে সাহেরুলের নামে একটি চেক প্রদান করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ধারের টাকা পরিশোধ না করায় মো. সাহেরুল ইসলাম বাদী হয়ে আবু রায়হানের নামে এনআই অ্যাক্টের ১৩৮(১) ধারার অধীনে মামলা করেন। দীর্ঘ বিচার শেষে গতকাল মঙ্গলবার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত চেক জালিয়াতির অভিযোগে আবু রায়হানকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে সাজা পরোয়ানামূলে তাঁকে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।