ইপেপার । আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

জীবননগরে কালবৈশাখী ঝড়ে ভেঙেছে বাড়িঘর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ২১ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বেশকিছু বাড়িঘর ভেঙে গেছে। ক্ষতি হয়েছে ফসলের। ঝড়ে ঘরের দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন এক নারী। এ ছাড়াও বিভিন্ন গাছ ও ডাল ভেঙে পড়েছে।

গত কয়েকদিন ধরে রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এসব ক্ষয়ক্ষতি হয়। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে মাঠে নেমেছে প্রশাসন।

গতকাল সরেজমিনে দেখা গেছে, কালবৈশাখী ঝড়ে ঘরের দেওয়াল ও টিন উড়ে গঙ্গাদাশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মেয়ে বেলি খাতুন গুরুতর আহত হয়েছেন। ঘর তৈরি করার সামর্থ্য না থাকায় ওই মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিবেশীর বাড়িতে অবস্থান নেয়। একই অবস্থা ওই এলাকার দিনমজুর শহিদুল ইসলাম ও জিয়াউর রহমানের পরিবারের।

সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বলেন, ‘কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির প্রস্তুতি চলছে। তালিকা তৈরি শেষে তা উপজেলা পরিষদে জমা দেওয়া হবে।’

জীবননগর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, ‘এই উপজেলায় কালবৈশাখী ঝড়ে মোট সাড়ে ১২ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়েছে ২৫ হেক্টর জমি। কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে কালবৈশাখী ঝড়ে ভেঙেছে বাড়িঘর

আপলোড টাইম : ০৭:৪৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

জীবননগর অফিস:
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বেশকিছু বাড়িঘর ভেঙে গেছে। ক্ষতি হয়েছে ফসলের। ঝড়ে ঘরের দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন এক নারী। এ ছাড়াও বিভিন্ন গাছ ও ডাল ভেঙে পড়েছে।

গত কয়েকদিন ধরে রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এসব ক্ষয়ক্ষতি হয়। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে মাঠে নেমেছে প্রশাসন।

গতকাল সরেজমিনে দেখা গেছে, কালবৈশাখী ঝড়ে ঘরের দেওয়াল ও টিন উড়ে গঙ্গাদাশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মেয়ে বেলি খাতুন গুরুতর আহত হয়েছেন। ঘর তৈরি করার সামর্থ্য না থাকায় ওই মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিবেশীর বাড়িতে অবস্থান নেয়। একই অবস্থা ওই এলাকার দিনমজুর শহিদুল ইসলাম ও জিয়াউর রহমানের পরিবারের।

সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বলেন, ‘কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির প্রস্তুতি চলছে। তালিকা তৈরি শেষে তা উপজেলা পরিষদে জমা দেওয়া হবে।’

জীবননগর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, ‘এই উপজেলায় কালবৈশাখী ঝড়ে মোট সাড়ে ১২ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়েছে ২৫ হেক্টর জমি। কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।’