ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

জীবননগরে করোনার টিকা নেওয়ার পর গৃহবধূর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • / ৪৬ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার বেনীপুরের এক গৃহবধূ করোনা টিকা নেওয়ার পরদিন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। মৃত ওই গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের প্রান্তিক কৃষক আমিনুর রহমানের স্ত্রী দুই সন্তানের জননী রেখা খাতুন (২৮) গত বুধবার সকালে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। তিনি করোনা ভ্যাকসিন গ্রহণের পর জ্বরে আক্রান্ত হন। এ অবস্থায় পরিবারের লোকজন গৃহবধূ রেখা খাতুনকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ইউপি সদস্য আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, রেখা খাতুন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভ্যাকসিন রিঅ্যাকশন হলে ভ্যাকসিন দেওয়ার এক ঘণ্টার মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাবে। বুধবার সকালে জীবননগর পৌরসভা থেকে রেখা খাতুন ভ্যাকসিন গ্রহণ করেছিলেন বলে জানা যায়।
ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু আরও বলেন, পারিবারিকভাবে জানা যায়, রাতে তার খুব জ্বর এলেও কোনো ওষুধ খাননি। বৃহস্পতিবার সকালে জ্বর অবস্থায় কাজ করতে গিয়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত অবস্থায় পাই।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে করোনার টিকা নেওয়ার পর গৃহবধূর মৃত্যু

আপলোড টাইম : ০৮:৪৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১

জীবননগর উপজেলার বেনীপুরের এক গৃহবধূ করোনা টিকা নেওয়ার পরদিন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। মৃত ওই গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের প্রান্তিক কৃষক আমিনুর রহমানের স্ত্রী দুই সন্তানের জননী রেখা খাতুন (২৮) গত বুধবার সকালে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। তিনি করোনা ভ্যাকসিন গ্রহণের পর জ্বরে আক্রান্ত হন। এ অবস্থায় পরিবারের লোকজন গৃহবধূ রেখা খাতুনকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ইউপি সদস্য আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, রেখা খাতুন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভ্যাকসিন রিঅ্যাকশন হলে ভ্যাকসিন দেওয়ার এক ঘণ্টার মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাবে। বুধবার সকালে জীবননগর পৌরসভা থেকে রেখা খাতুন ভ্যাকসিন গ্রহণ করেছিলেন বলে জানা যায়।
ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু আরও বলেন, পারিবারিকভাবে জানা যায়, রাতে তার খুব জ্বর এলেও কোনো ওষুধ খাননি। বৃহস্পতিবার সকালে জ্বর অবস্থায় কাজ করতে গিয়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত অবস্থায় পাই।