ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

জীবননগরে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণধীন ঘর পরিদর্শন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • / ৪৬ বার পড়া হয়েছে

জীবননগর অফিস: জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন উপহারের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২, উপ-আঞ্চলিক সহযোগিতা সেল মোহাম্মদ আজিজুল ইসলাম। গতকাল মঙ্গলবার তিনি ঘর পরিদর্শনের পাশাপাশি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

মোহাম্মদ আজিজুল ইসলাম উপহারের ঘরের নির্মাণকাজের গুণগতমান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক জীবননগর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে ৩০ জুন। তিনি সংসদ সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কাজের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ দেন।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র প্রমুখ। জানা গেছে, জীবননগরে তৃতীয় পর্যায়ে ৮৫ জন ভূমি ও গৃহহীনকে পুনর্বাসনের লক্ষে মানিকপুর, গোয়ালপাড়া, নারায়ণপুর, তারিনিবাস, খয়েরহুদা, ঘুগরাগাছি, শাহাপুর, অনন্তপুর ও আন্দুলবাড়ীয়ায় উপহারের ঘরের নির্মাণকাজ চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণধীন ঘর পরিদর্শন

আপলোড টাইম : ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২

জীবননগর অফিস: জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মাণাধীন উপহারের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২, উপ-আঞ্চলিক সহযোগিতা সেল মোহাম্মদ আজিজুল ইসলাম। গতকাল মঙ্গলবার তিনি ঘর পরিদর্শনের পাশাপাশি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

মোহাম্মদ আজিজুল ইসলাম উপহারের ঘরের নির্মাণকাজের গুণগতমান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক জীবননগর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হবে ৩০ জুন। তিনি সংসদ সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কাজের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ দেন।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র প্রমুখ। জানা গেছে, জীবননগরে তৃতীয় পর্যায়ে ৮৫ জন ভূমি ও গৃহহীনকে পুনর্বাসনের লক্ষে মানিকপুর, গোয়ালপাড়া, নারায়ণপুর, তারিনিবাস, খয়েরহুদা, ঘুগরাগাছি, শাহাপুর, অনন্তপুর ও আন্দুলবাড়ীয়ায় উপহারের ঘরের নির্মাণকাজ চলছে।