ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

জীবননগরে অসুস্থতা থেকে বাঁচতে বিষপানে আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে অসুস্থতা থেকে বাঁচতে বিষপানে আবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল রোববার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে নিজ বাড়িতে অবস্থানকালে দুপুর একটার দিকে বিষপান করেন তিনি। আত্মহত্যাকারী আবুল হোসনে জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের কাজল ইসলামের ছেলে।

নিহতের ছেলে সিদ্দিক বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন সময় চিকিৎসকের নিকট নিলে ও কোনো ওষুধ খেয়েও তিনি সুস্থ হচ্ছিলেন না। এরই মধ্যে তিনি পেটের যন্ত্রণায় বেশি কাতর হয়ে পড়েন। আজ (গতকাল) দুপুরে তিনি অসুস্থতার কারণে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বিষপানের বিষয়ে জানতে পেরে আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। কিন্তু শেষ রক্ষা হলো না, বিকেল চারটার দিকে তিনি মারা যান।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহান রুমি বলেন, বেলা আড়াইটার দিকে পরিবারের সদস্যরা আবুল হোসেনকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় তিনি বিষপান করেছেন। এসময় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাপসাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে অসুস্থতা থেকে বাঁচতে বিষপানে আত্মহত্যা

আপলোড টাইম : ০৭:৫৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে অসুস্থতা থেকে বাঁচতে বিষপানে আবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল রোববার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে নিজ বাড়িতে অবস্থানকালে দুপুর একটার দিকে বিষপান করেন তিনি। আত্মহত্যাকারী আবুল হোসনে জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের কাজল ইসলামের ছেলে।

নিহতের ছেলে সিদ্দিক বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন সময় চিকিৎসকের নিকট নিলে ও কোনো ওষুধ খেয়েও তিনি সুস্থ হচ্ছিলেন না। এরই মধ্যে তিনি পেটের যন্ত্রণায় বেশি কাতর হয়ে পড়েন। আজ (গতকাল) দুপুরে তিনি অসুস্থতার কারণে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বিষপানের বিষয়ে জানতে পেরে আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। কিন্তু শেষ রক্ষা হলো না, বিকেল চারটার দিকে তিনি মারা যান।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নূরজাহান রুমি বলেন, বেলা আড়াইটার দিকে পরিবারের সদস্যরা আবুল হোসেনকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যরা জানায় তিনি বিষপান করেছেন। এসময় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাপসাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়েছে।