ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

জীবননগরের আন্দুলবাড়ীয়ায় চার ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • / ২২ বার পড়া হয়েছে

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় চার ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আন্দুলবাড়ীয়ায় মাংস, পেঁয়াজ, কাঁচামালের আড়ত, খুচরা, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। যাচাই করা হয় নিত্যপ্রয়োজনীয় পণ্যোর দাম, মূল্য-তালিকা ও ভাউচার।
এসময় আন্দুলবাড়ীয়া বাজারে মেসার্স ইনা মাংসের দোকানে মূল্য-তালিকা না থাকা ও যথাযথভাবে সংরক্ষণ না করে বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইনামুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার টাকা, মেসার্স কবির স্টোরের মালিক কবির হোসেনকে যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে একই আইনের ৩৭ ও ৫১ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন মেসার্স নজরুল স্টোরের মালিক মো. নজরুল ইসলামকে ৩৭ ও ৩৮ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স সেলিনা স্টোরের মালিক মো. জাকির হোসেনকে ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরের আন্দুলবাড়ীয়ায় চার ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় চার ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আন্দুলবাড়ীয়ায় মাংস, পেঁয়াজ, কাঁচামালের আড়ত, খুচরা, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। যাচাই করা হয় নিত্যপ্রয়োজনীয় পণ্যোর দাম, মূল্য-তালিকা ও ভাউচার।
এসময় আন্দুলবাড়ীয়া বাজারে মেসার্স ইনা মাংসের দোকানে মূল্য-তালিকা না থাকা ও যথাযথভাবে সংরক্ষণ না করে বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইনামুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার টাকা, মেসার্স কবির স্টোরের মালিক কবির হোসেনকে যথাযথভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে একই আইনের ৩৭ ও ৫১ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন মেসার্স নজরুল স্টোরের মালিক মো. নজরুল ইসলামকে ৩৭ ও ৩৮ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স সেলিনা স্টোরের মালিক মো. জাকির হোসেনকে ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি দল।