ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

জাল টাকাসহ জালিয়াতি চক্রের তিনজন গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ জাল টাকা জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদেরকে আটক করে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার সদর থানার দক্ষিণ গোরস্থান পাড়ার মো. সানজিদ আহমেদ শাকিব (২২), মো. ইয়াছিন আলী ও মো. রনি (১৭)।

র‌্যাব জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় অবৈধ জাল টাকা জালিয়াতি চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ জাল টাকা জালিয়াতি চক্রের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে এক হাজার টাকার পাঁচটি জাল টাকার নোট সর্বমোট ৫,০০০/-টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। উল্লেখ্য গ্রেপ্তারকৃত জালিয়াতি সংঘবদ্ধ চক্রের সদস্যগণ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিকট ও ব্যবসাপ্রতিষ্ঠানে সুকৌশলে লেনদেনের মাধ্যমে জনসাধারণের সাথে মিশে প্রতারণা ও জালিয়াতি করে প্রচুর অর্থ হাতিয়ে নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জাল টাকাসহ জালিয়াতি চক্রের তিনজন গ্রেপ্তার

আপলোড টাইম : ০৫:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ জাল টাকা জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদেরকে আটক করে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গার সদর থানার দক্ষিণ গোরস্থান পাড়ার মো. সানজিদ আহমেদ শাকিব (২২), মো. ইয়াছিন আলী ও মো. রনি (১৭)।

র‌্যাব জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় অবৈধ জাল টাকা জালিয়াতি চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ জাল টাকা জালিয়াতি চক্রের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে এক হাজার টাকার পাঁচটি জাল টাকার নোট সর্বমোট ৫,০০০/-টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। উল্লেখ্য গ্রেপ্তারকৃত জালিয়াতি সংঘবদ্ধ চক্রের সদস্যগণ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিকট ও ব্যবসাপ্রতিষ্ঠানে সুকৌশলে লেনদেনের মাধ্যমে জনসাধারণের সাথে মিশে প্রতারণা ও জালিয়াতি করে প্রচুর অর্থ হাতিয়ে নেয়।