ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

চোরাই বাস, ব্যাটারি ও রিংসহ টায়ার উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ চোর চক্রের দুই সদস্য আটক হয়েছে। গত শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর শহরের পুরাতন ঝিনাইদাহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃত দুজনের নিকট হতে থেকে ওই এলাকা থেকে চুরি হওয়া একটি রিংসহ টায়ার ও দুটি ব্যাটারি উদ্ধার হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রেলস্টেশনের পূর্ব পাশ থেকে একটি বাস উদ্ধার করে। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৫০৩২। আটককৃতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানাধীন চরবাগজুরি গ্রামের আকবার শেখের ছেলে আদু শেখ (২২) ও যশোর জেলার তজিবর বিশ্বাসের ছেলে হৃদয় (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাসহ সহযোগী ফোর্স চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন ঝিনাইদাহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একই এলাকা থেকে চুরি হওয়া একটি রিংসহ টায়ার ও দুটি ব্যাটারি উদ্ধার ও চোর চক্রের দুজনকে আটক করেন। পরে রেলস্টেশনের পূর্ব পাশ থেকে একটি বাস উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান কাজল বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও বলেন, এছাড়াও এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চোরাই বাস, ব্যাটারি ও রিংসহ টায়ার উদ্ধার

আপলোড টাইম : ০৮:৪৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ চোর চক্রের দুই সদস্য আটক হয়েছে। গত শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর শহরের পুরাতন ঝিনাইদাহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃত দুজনের নিকট হতে থেকে ওই এলাকা থেকে চুরি হওয়া একটি রিংসহ টায়ার ও দুটি ব্যাটারি উদ্ধার হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রেলস্টেশনের পূর্ব পাশ থেকে একটি বাস উদ্ধার করে। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৫০৩২। আটককৃতরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানাধীন চরবাগজুরি গ্রামের আকবার শেখের ছেলে আদু শেখ (২২) ও যশোর জেলার তজিবর বিশ্বাসের ছেলে হৃদয় (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাসহ সহযোগী ফোর্স চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন ঝিনাইদাহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একই এলাকা থেকে চুরি হওয়া একটি রিংসহ টায়ার ও দুটি ব্যাটারি উদ্ধার ও চোর চক্রের দুজনকে আটক করেন। পরে রেলস্টেশনের পূর্ব পাশ থেকে একটি বাস উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান কাজল বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও বলেন, এছাড়াও এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।