ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।

এসময় তিনি চুয়াডাঙ্গা জেলাকে ব্যবসাবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে বলেন, বাংলাদেশ একটি ব্যবসাবান্ধব দেশ। ব্যবসায়ীরা উন্নয়নের চাবিকাঠি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে এ দেশের ব্যবসায়ীদের সহযোগিতা করেছেন, তারই আলোকে চুয়াডাঙ্গা জেলার ব্যবসায়ীদের গড়ে উঠতে হবে। আপনারাই এ জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি। ব্যবসায়ীদের নিরাপত্তায় জেলা পুলিশ অতীতের মতোই কাজ করবে।

এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স’র পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স’র সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মো. মর্ত্তুজা, সেলিম আহমেদ, মো. হারুন অর রশিদ, মো. তাজুল ইসলাম, কিশোর কুমার কুণ্ডু, কামরুল ইসলাম হিরা, সুরেশ কুমার আগরওয়ালা ও সচিব খাইরুল ইসলাম। এর আগে নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুনকে চুয়াডাঙ্গায় যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান চেম্বার নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন

আপলোড টাইম : ০৭:৩৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।

এসময় তিনি চুয়াডাঙ্গা জেলাকে ব্যবসাবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে বলেন, বাংলাদেশ একটি ব্যবসাবান্ধব দেশ। ব্যবসায়ীরা উন্নয়নের চাবিকাঠি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে এ দেশের ব্যবসায়ীদের সহযোগিতা করেছেন, তারই আলোকে চুয়াডাঙ্গা জেলার ব্যবসায়ীদের গড়ে উঠতে হবে। আপনারাই এ জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করি। ব্যবসায়ীদের নিরাপত্তায় জেলা পুলিশ অতীতের মতোই কাজ করবে।

এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স’র পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স’র সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, পরিচালক সালাউদ্দিন মো. মর্ত্তুজা, সেলিম আহমেদ, মো. হারুন অর রশিদ, মো. তাজুল ইসলাম, কিশোর কুমার কুণ্ডু, কামরুল ইসলাম হিরা, সুরেশ কুমার আগরওয়ালা ও সচিব খাইরুল ইসলাম। এর আগে নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুনকে চুয়াডাঙ্গায় যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান চেম্বার নেতৃবৃন্দ।