ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • / ৫৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের মিলনায়তনে এ আয়োজন করা হয়। শিক্ষক পরিষদের সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা সরকারি কলেজ আমার পরিবারের মতোই। দীর্ঘদিন এ কলেজে চাকরির কারণে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। চিরদিন এই কলেজ, এই কলেজের শিক্ষকসহ সব কিছুই আমার প্রিয় হয়ে থাকবে।’
এসময় আবেগঘন হয়ে প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, ‘২০১৫ সালে অধ্যক্ষ হিসেবে এ কলেজে আমি যোগদান করেছি। আপনাদের সঙ্গে নিয়ে চেষ্টা করেছি সর্বোচ্চ। এ কলেজের সব উন্নয়ন কাজে আপনাদের পাশে পেয়েছি। চাকরি সূত্রে আরও অনেক স্থানে অনেক কলেজে ছিলাম, তবে এটিই আমার শেষ কর্মস্থল আর সবথেকে বেশি ভালোবাসারও কর্মস্থল। আমার শিক্ষকতা জীবনে এই কলেজে সব থেকে বেশি সময় আমি চাকরি করেছি। কলেজের প্রশাসনিক দায়িত্ব পালনকালে আমি সর্বদা চেষ্টা করেছি ভালো কিছু করার। আমার হৃদয়ে এই কলেজের প্রত্যেকটি ক্ষণ গেঁেথ থাকবে চিরকাল।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রফেসর কামরুজ্জামান স্যার আমার সিনিয়র। তিনি অধ্যক্ষ থাকাকালে আমি উপাধ্যক্ষ ছিলাম। অনেক কিছুই ওনার থেকে শিখেছি।’
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মনিরুজ্জামান ও সংবর্ধিত অতিথি প্রফেসর মো. কামরুজ্জামানের সহধর্মিনী মোছা. সেলিনা খাতুন। এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রফেসর মো. কামরুজ্জামান ২০১৫ সালের ২০ জুন থেকে ২০২০ সালের ৮ আগস্ট পযর্ন্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা

আপলোড টাইম : ০৯:৩২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের মিলনায়তনে এ আয়োজন করা হয়। শিক্ষক পরিষদের সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা সরকারি কলেজ আমার পরিবারের মতোই। দীর্ঘদিন এ কলেজে চাকরির কারণে আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। চিরদিন এই কলেজ, এই কলেজের শিক্ষকসহ সব কিছুই আমার প্রিয় হয়ে থাকবে।’
এসময় আবেগঘন হয়ে প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, ‘২০১৫ সালে অধ্যক্ষ হিসেবে এ কলেজে আমি যোগদান করেছি। আপনাদের সঙ্গে নিয়ে চেষ্টা করেছি সর্বোচ্চ। এ কলেজের সব উন্নয়ন কাজে আপনাদের পাশে পেয়েছি। চাকরি সূত্রে আরও অনেক স্থানে অনেক কলেজে ছিলাম, তবে এটিই আমার শেষ কর্মস্থল আর সবথেকে বেশি ভালোবাসারও কর্মস্থল। আমার শিক্ষকতা জীবনে এই কলেজে সব থেকে বেশি সময় আমি চাকরি করেছি। কলেজের প্রশাসনিক দায়িত্ব পালনকালে আমি সর্বদা চেষ্টা করেছি ভালো কিছু করার। আমার হৃদয়ে এই কলেজের প্রত্যেকটি ক্ষণ গেঁেথ থাকবে চিরকাল।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রফেসর কামরুজ্জামান স্যার আমার সিনিয়র। তিনি অধ্যক্ষ থাকাকালে আমি উপাধ্যক্ষ ছিলাম। অনেক কিছুই ওনার থেকে শিখেছি।’
অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মনিরুজ্জামান ও সংবর্ধিত অতিথি প্রফেসর মো. কামরুজ্জামানের সহধর্মিনী মোছা. সেলিনা খাতুন। এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রফেসর মো. কামরুজ্জামান ২০১৫ সালের ২০ জুন থেকে ২০২০ সালের ৮ আগস্ট পযর্ন্ত চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।