ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক ৬টি স্মার্ট ফোন উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • / ৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক ছয়টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল স্মাটফোনগুলো তাঁদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।


স্মার্টফোনের প্রকৃতমালিকগণ তাঁদের হারানো স্মার্টফোনগুলো ফিরে পাবার জন্য চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন (পিপিএম-বার)-এর সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত চৌকস অফিসার এএসআই (নি.) আলতাফ হোসেন তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে স্মার্টফোনগুলো বি. বাড়ীয়া, নাটোর, পাবনা, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।


হারানো ফোনগুলোর মালিকগণ হলেন- চুয়াডাঙ্গা সদর থানাধীন এতিমখানাপাড়ার সাজ্জাতুল সিরাজ (ঙচচঙ অ৯২), দৌলতদিয়াড়ের হামিদুল ইসলাম (জঊউগও ঘঙঞঊ ৯), মিলন হোসেন (ঙচচঙ অ১২), জোয়ার্দ্দারপাড়ার শরিফুল আরিফিন জোয়ার্দ্দার (ঝঅগঝটঘএ এঅখঅঢণ গ৩০), কেদারগঞ্জ সিএন্ডবিপাড়ার আরমান আলী (ঙচচঙ অ১৫ং) এবং আলমডাঙ্গা কলেজপাড়ার মোল্লা মো. জাফর ইকবাল জুয়েল (ঝঅগঝটঘএ এঅখঅঢণ গ০২)। এসময় ফোনের প্রকৃত মালিকরা তাদের কষ্টার্জিত উপার্জনে ক্রয়কৃত হারানো শখের মোবাইল ফোনগুলি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক ৬টি স্মার্ট ফোন উদ্ধার

আপলোড টাইম : ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক ছয়টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল স্মাটফোনগুলো তাঁদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।


স্মার্টফোনের প্রকৃতমালিকগণ তাঁদের হারানো স্মার্টফোনগুলো ফিরে পাবার জন্য চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন (পিপিএম-বার)-এর সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত চৌকস অফিসার এএসআই (নি.) আলতাফ হোসেন তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে স্মার্টফোনগুলো বি. বাড়ীয়া, নাটোর, পাবনা, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।


হারানো ফোনগুলোর মালিকগণ হলেন- চুয়াডাঙ্গা সদর থানাধীন এতিমখানাপাড়ার সাজ্জাতুল সিরাজ (ঙচচঙ অ৯২), দৌলতদিয়াড়ের হামিদুল ইসলাম (জঊউগও ঘঙঞঊ ৯), মিলন হোসেন (ঙচচঙ অ১২), জোয়ার্দ্দারপাড়ার শরিফুল আরিফিন জোয়ার্দ্দার (ঝঅগঝটঘএ এঅখঅঢণ গ৩০), কেদারগঞ্জ সিএন্ডবিপাড়ার আরমান আলী (ঙচচঙ অ১৫ং) এবং আলমডাঙ্গা কলেজপাড়ার মোল্লা মো. জাফর ইকবাল জুয়েল (ঝঅগঝটঘএ এঅখঅঢণ গ০২)। এসময় ফোনের প্রকৃত মালিকরা তাদের কষ্টার্জিত উপার্জনে ক্রয়কৃত হারানো শখের মোবাইল ফোনগুলি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।