ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দামুড়হুদায় অভিযান

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / ৪৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজাসহ দু’জনকে আটক করেছে। গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে বাসার আলী (৫২) এবং একই উপজেলার চিৎলা নতুনপাড়া গ্রামের আবু তালেবের ছেলে আলী হোসেন (৪০)। আটককৃতদের ভ্রাম্যামাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরির্দশক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স কোষাঘাটা গ্রামের বাসার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। বাসার আলীর স্বীকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসার আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
এদিকে, গতকাল বেলা ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম চিৎলা নতুনপাড়া গ্রামের আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলী হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত বাসার আলী ও আলী হোসেনকে গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দামুড়হুদায় অভিযান

আপলোড টাইম : ১০:৩৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজাসহ দু’জনকে আটক করেছে। গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামের মৃত আলী আকবরের ছেলে বাসার আলী (৫২) এবং একই উপজেলার চিৎলা নতুনপাড়া গ্রামের আবু তালেবের ছেলে আলী হোসেন (৪০)। আটককৃতদের ভ্রাম্যামাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরির্দশক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স কোষাঘাটা গ্রামের বাসার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। বাসার আলীর স্বীকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাসার আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন।
এদিকে, গতকাল বেলা ৩টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম চিৎলা নতুনপাড়া গ্রামের আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলী হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত বাসার আলী ও আলী হোসেনকে গতকালই জেলহাজতে পাঠানো হয়েছে।