ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে বিএনপির শোক র‌্যালি অনুষ্ঠিত, সমাবেশে বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে বিএনপির শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার পৃথক আয়োজনে এ শোক র‌্যালি কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গা:
গতকাল সারাদেশে বিএনপির শোক র‌্যালি ছিল। সাম্প্রতিক সময়ে চলমান আন্দোলন-সংগ্রামে নিহত ৫ জনের স্মরণে কেন্দ্রীয় বিএনপি এই কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকেল সাড়ে চারটায় শোক র‌্যালি বের হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করতে গেলে পুলিশি বাঁধার মুখে পড়ে সাহিত্য পরিষদ চত্বরে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা।
জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা বিএনপির সদস্য নুরনবী সামদানী, জেলা বিএনপির সদস্য ও জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ডাবু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা ও সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ।

সমাবেশে উপস্থিত নেতারা বলেন, নির্বিচারে হত্যা করে কখনো গণআন্দোলন বন্ধ করা যায় না। জনতার উচ্ছ্বসিত ঠেউ বন্দুকের নলে কোনো স্বৈরশাসকই রুখতে পারেনি। রক্তমাখা পিচ্ছিল পথ ধরেই আমাদের বিজয় নিশ্চিত হবে। শহীদ নূরে আলম, শহীদ আব্দুর রহিম, শহীদ শাওন প্রধান, শহীদ শহিদুল ইসলাম শাওন ও শহীদ আব্দুল আলীমের রক্ত কখনো বৃথা যেতে পারে না। শোক র‌্যালি ও সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলা বিএনপি শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালি শেষে মডার্ন মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ^াস, সাজেদুর রহমান পাপ্পু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আক্তারুজ্জামান।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ তাঁর বক্তব্যে বলেন, এখনো সময় আছে ক্ষমতা ছাড়ুন, নইলে পালিয়েও রক্ষা হবে না। তিনি বলেন, দেশকে অতল গহব্বরে রেখে হাসিনা বিশাল বহর নিয়ে লন্ডন-আমেরিকায় পিকনিক করে এসেছেন। এতে কোটি কোটি টাকা পানিতে পড়েছে। মজিদ বলেন, তার এই সফর ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, পুলিশের গুলিতে আব্দুর রহিম, নুরে আলম শাওন প্রধান, শহিদুল শাওন ও আব্দুল আলিম হত্যার প্রতিবাদে এই শোক র‌্যালির আয়োজন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে বিএনপির শোক র‌্যালি অনুষ্ঠিত, সমাবেশে বক্তারা

আপলোড টাইম : ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে বিএনপির শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার পৃথক আয়োজনে এ শোক র‌্যালি কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গা:
গতকাল সারাদেশে বিএনপির শোক র‌্যালি ছিল। সাম্প্রতিক সময়ে চলমান আন্দোলন-সংগ্রামে নিহত ৫ জনের স্মরণে কেন্দ্রীয় বিএনপি এই কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকেল সাড়ে চারটায় শোক র‌্যালি বের হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করতে গেলে পুলিশি বাঁধার মুখে পড়ে সাহিত্য পরিষদ চত্বরে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা।
জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা বিএনপির সদস্য নুরনবী সামদানী, জেলা বিএনপির সদস্য ও জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ডাবু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা ও সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ।

সমাবেশে উপস্থিত নেতারা বলেন, নির্বিচারে হত্যা করে কখনো গণআন্দোলন বন্ধ করা যায় না। জনতার উচ্ছ্বসিত ঠেউ বন্দুকের নলে কোনো স্বৈরশাসকই রুখতে পারেনি। রক্তমাখা পিচ্ছিল পথ ধরেই আমাদের বিজয় নিশ্চিত হবে। শহীদ নূরে আলম, শহীদ আব্দুর রহিম, শহীদ শাওন প্রধান, শহীদ শহিদুল ইসলাম শাওন ও শহীদ আব্দুল আলীমের রক্ত কখনো বৃথা যেতে পারে না। শোক র‌্যালি ও সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলা বিএনপি শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালি শেষে মডার্ন মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ^াস, সাজেদুর রহমান পাপ্পু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আক্তারুজ্জামান।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ তাঁর বক্তব্যে বলেন, এখনো সময় আছে ক্ষমতা ছাড়ুন, নইলে পালিয়েও রক্ষা হবে না। তিনি বলেন, দেশকে অতল গহব্বরে রেখে হাসিনা বিশাল বহর নিয়ে লন্ডন-আমেরিকায় পিকনিক করে এসেছেন। এতে কোটি কোটি টাকা পানিতে পড়েছে। মজিদ বলেন, তার এই সফর ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, পুলিশের গুলিতে আব্দুর রহিম, নুরে আলম শাওন প্রধান, শহিদুল শাওন ও আব্দুল আলিম হত্যার প্রতিবাদে এই শোক র‌্যালির আয়োজন করা হয়।