ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফসহ আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিএনপির গণমিছিলের প্রস্তুতির সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ ৮ জনকে আটকের ঘটনায় আলমডাঙ্গা ও জীবননগরে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জীবননগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ও গত সোমবার বিকেল চারটায় আলমডাঙ্গার জেলাহা ইউনিয়ন বিএনপি পৃথকভাবে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি করা হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল চারটার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিকের সভাপত্বিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক যুবদলের নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জালেম জুলুমবাজ সরকারের পুলিশ বাহিনীর অতি উৎসাহী সদস্যরা যে নাক্ক্যারজনকভাবে গণমিছিলের পূর্বে গ্রেপ্তার করেছে, তা কোনোভাবে মেনে নেওয়া যাই না। অতিসত্বর জেলা বিএনপির সদস্যসচিবসহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি করছি।
সমাবেশে প্র্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝণ্টু। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খানের সঞ্চালনায় আরও উপস্তিতির ছিলেন জেলা যুবদলের সহসভাপতি নাসির উদ্দিন খেদু, আনিসুর রহমান আনিস, দামুডহুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্যসচিব ও পৌর কাউন্সিলর মহলদার ইমরান রিণ্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, হাফিজুর রহমান হ্যাপি, কাজল শেখ, নাজমুল হক, হাফিজুর রহমান, জীবননগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, অপু মালিক, জেলা যুবদলের সদস্য খন্দকার আরিফ প্রমুখ।
আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আবু বক্কর সিদ্দিক আবুসহ বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে জেহালা ইউনিয়ন বিএনপি। গত সোমবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেহেলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদুজ্জা মিল্টনের সভাপত্বিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেহালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অন্যায় ও পরিকল্পিতভাবে অতি উৎসাহী আওয়ামী পুলিশ জেলা বিএনপির সংগ্রামী সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ও আমিনুল হক রোকনসহ বিএনপির ৮ জন নেতা-কর্মীকে গণসমাবেশস্থল থেকে গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সঙ্গে গ্রেপ্তারকৃত সকল বিএনপি নেতা-কর্মীর মুক্তি দাবি করছি।’ এসময় আরও উপস্থিতি ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল স্বরাজ, যুবদল নেতা রুবেল মেম্বারসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
জীবননগর:
চুয়াডাঙ্গায় বিএনপির গণমিছিলের প্রস্তুতির সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ ৮ জনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জীবননগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জীবননগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, শাহাজান কবীর, মাহাতাব উদ্দিন চুন্নু, আবুল হোসেন তোয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জীবননগর উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য আরিফুজ্জামান আরিফ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারা, বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল জলিল, রকিবুল ইসলাম বাবু, জেলা যুবদলের তথ্যবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির আহাম্মেদ শামীম, মিনাজুল ইসলাম, জীবননগর উপজেলা যুবদলের সদস্য রহমতুল্লাহ খোকন, জীবননগর পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেন, ইন্তাজুল ইসলাম, মানিক মিয়া, পৌর যুবদল নেতা শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আমানউল্লাহ আমান, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার, সহসাংগঠনিক সম্পাদক হেজবুল্লা, হাসাদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার ইমরান ও বাঁকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন রাজ আহমেদ, দেলোয়ার, ওমিদুল ইসলাম, সাকের আলী, আব্দুল্লাহ সুমন, বাবু ডালিম প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফসহ আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে

আপলোড টাইম : ০৭:৫০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিএনপির গণমিছিলের প্রস্তুতির সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ ৮ জনকে আটকের ঘটনায় আলমডাঙ্গা ও জীবননগরে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জীবননগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ও গত সোমবার বিকেল চারটায় আলমডাঙ্গার জেলাহা ইউনিয়ন বিএনপি পৃথকভাবে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি করা হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেল চারটার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিকের সভাপত্বিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক যুবদলের নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জালেম জুলুমবাজ সরকারের পুলিশ বাহিনীর অতি উৎসাহী সদস্যরা যে নাক্ক্যারজনকভাবে গণমিছিলের পূর্বে গ্রেপ্তার করেছে, তা কোনোভাবে মেনে নেওয়া যাই না। অতিসত্বর জেলা বিএনপির সদস্যসচিবসহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি করছি।
সমাবেশে প্র্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সাইফুর রশীদ ঝণ্টু। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খানের সঞ্চালনায় আরও উপস্তিতির ছিলেন জেলা যুবদলের সহসভাপতি নাসির উদ্দিন খেদু, আনিসুর রহমান আনিস, দামুডহুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্যসচিব ও পৌর কাউন্সিলর মহলদার ইমরান রিণ্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম কনক, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, হাফিজুর রহমান হ্যাপি, কাজল শেখ, নাজমুল হক, হাফিজুর রহমান, জীবননগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন, অপু মালিক, জেলা যুবদলের সদস্য খন্দকার আরিফ প্রমুখ।
আলমডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আবু বক্কর সিদ্দিক আবুসহ বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে জেহালা ইউনিয়ন বিএনপি। গত সোমবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেহেলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদুজ্জা মিল্টনের সভাপত্বিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেহালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান আলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অন্যায় ও পরিকল্পিতভাবে অতি উৎসাহী আওয়ামী পুলিশ জেলা বিএনপির সংগ্রামী সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ ও আমিনুল হক রোকনসহ বিএনপির ৮ জন নেতা-কর্মীকে গণসমাবেশস্থল থেকে গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সঙ্গে গ্রেপ্তারকৃত সকল বিএনপি নেতা-কর্মীর মুক্তি দাবি করছি।’ এসময় আরও উপস্থিতি ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল স্বরাজ, যুবদল নেতা রুবেল মেম্বারসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
জীবননগর:
চুয়াডাঙ্গায় বিএনপির গণমিছিলের প্রস্তুতির সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ ৮ জনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জীবননগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় জীবননগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, শাহাজান কবীর, মাহাতাব উদ্দিন চুন্নু, আবুল হোসেন তোয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, জীবননগর উপজেলা বিএনপির সমন্বয় কমিটির সদস্য আরিফুজ্জামান আরিফ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারা, বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ আরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল জলিল, রকিবুল ইসলাম বাবু, জেলা যুবদলের তথ্যবিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির আহাম্মেদ শামীম, মিনাজুল ইসলাম, জীবননগর উপজেলা যুবদলের সদস্য রহমতুল্লাহ খোকন, জীবননগর পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেন, ইন্তাজুল ইসলাম, মানিক মিয়া, পৌর যুবদল নেতা শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আমানউল্লাহ আমান, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সুজন খন্দকার, সহসাংগঠনিক সম্পাদক হেজবুল্লা, হাসাদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুষার ইমরান ও বাঁকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন রাজ আহমেদ, দেলোয়ার, ওমিদুল ইসলাম, সাকের আলী, আব্দুল্লাহ সুমন, বাবু ডালিম প্রমুখ।