ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় জিপু চৌধুরী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / ২০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মাহাফুজুর রহমান মনজুকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল শুক্রবার বেলা ২টা থেকে প্রথমে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যদের সাথে ও পরে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ইউপি সদস্যদের সাথে মতবিনিময়সহ আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনজুর পক্ষে ভোট চান জিপু চৌধুরী।

এসময় ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। আসন্ন চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাহফুজুর রহমান মনজুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আমাদের সকল বিভেদ ভুলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ও জননেত্রী শেখ হাসিনার পছন্দের মানুষ মাহফুজুর রহমান মনজুকে জয়যুক্ত করতে হবে।

এসময় নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নাসির জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক রানা আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দুজন প্রার্থী চেয়ারম্যান পরে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মাহাফুজুর রহমান মনজু বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী। আর এই দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনের শুরু থেকে গতকাল শুক্রবার ১৪ অক্টোবর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে দিনরাত নির্বাচনী প্রচারণা করতে দেখা গেছে। জেলার বিভিন্ন পৌরসভার মেয়র, কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে যেয়ে তিনি দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় জিপু চৌধুরী

আপলোড টাইম : ০৮:৫৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মাহাফুজুর রহমান মনজুকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল শুক্রবার বেলা ২টা থেকে প্রথমে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যদের সাথে ও পরে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ইউপি সদস্যদের সাথে মতবিনিময়সহ আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনজুর পক্ষে ভোট চান জিপু চৌধুরী।

এসময় ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘সোনার বাংলা গড়তে হলে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। আসন্ন চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাহফুজুর রহমান মনজুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাই আমাদের সকল বিভেদ ভুলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ও জননেত্রী শেখ হাসিনার পছন্দের মানুষ মাহফুজুর রহমান মনজুকে জয়যুক্ত করতে হবে।

এসময় নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নাসির জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক রানা আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দুজন প্রার্থী চেয়ারম্যান পরে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মাহাফুজুর রহমান মনজু বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী। আর এই দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনের শুরু থেকে গতকাল শুক্রবার ১৪ অক্টোবর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুকে দিনরাত নির্বাচনী প্রচারণা করতে দেখা গেছে। জেলার বিভিন্ন পৌরসভার মেয়র, কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কাছে যেয়ে তিনি দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন বলে জানা গেছে।