ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা পরিষদের জমি উদ্ধারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে মাঠে চেয়ারম্যান মনজু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু জেলা পরিষদের রাজস্ব বৃদ্ধির লক্ষে জমি অবৈধ দখলদারদের কাছ থেকে পুনরুদ্ধার এবং মার্কেট নির্মাণের জন্য দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। গতকাল রোববার দিনব্যাপী দুটি উপজেলার ৭টি স্থান পরিদর্শন করেন তিনিসহ পরিদর্শন টিম। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী আনিছা খানম, উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, প্রধান সহকারী ইসরাইল হোসেন, চেয়ারম্যানের গোপনীয় সহকারী জালাল উদ্দিন, সার্ভেয়ার সামসুল আলম, হিসাবরক্ষক আসলাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মজনু রহমান ও মোসাবুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নিজস্ব জমি সড়কের দুই ধারে অবস্থিত। এসব জমি লিজ দিয়ে রাজস্ব আদায় হয়ে থাকে। অথচ দীর্ঘদিন যাবত অনেক জমি বেদখল হয়ে আছে। এ জন্য নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণের পর রাজস্ব বৃদ্ধির লক্ষে জমি অবৈধ দখলদারদের কাছ থেকে পুন:রুদ্ধার ও প্রয়োজনীয় স্থানে মার্কেট, দোকানঘর ও পাবলিক টয়লেট নির্মাণের লক্ষে দামুড়হুদা এবং জীবননগর উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় পরিদর্শন টিম দামুড়হুদা ডাকবাংলোর সামনের জায়গা, দামুড়হুদা বাজার সংলগ্ন জায়গা, কার্পাসডাঙ্গা বাজার সংলগ্ন জায়গা, দর্শনা বাস টার্মিনাল, মদনা ট’হাট, উথলী মোড় সংলগ্ন জায়গা ও জীবননগর বাজার সংলগ্ন জায়গা পরিদর্শন করেন।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, জেলা পরিষদের রাজস্ব বৃদ্ধির জন্য নবনির্বাচিত কমিটি উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করা হয়েছে। জেলা পরিষদের যেসকল জমি লিজের বাইরে রয়েছে সে সকল জমি দখল নিয়ে মার্কেট ও দোকানঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যারা অবৈধভাবে জমি দখল করে আছে তাদের উচ্ছেদে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা পরিষদের জমি উদ্ধারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে মাঠে চেয়ারম্যান মনজু

আপলোড টাইম : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু জেলা পরিষদের রাজস্ব বৃদ্ধির লক্ষে জমি অবৈধ দখলদারদের কাছ থেকে পুনরুদ্ধার এবং মার্কেট নির্মাণের জন্য দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। গতকাল রোববার দিনব্যাপী দুটি উপজেলার ৭টি স্থান পরিদর্শন করেন তিনিসহ পরিদর্শন টিম। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী আনিছা খানম, উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, প্রধান সহকারী ইসরাইল হোসেন, চেয়ারম্যানের গোপনীয় সহকারী জালাল উদ্দিন, সার্ভেয়ার সামসুল আলম, হিসাবরক্ষক আসলাম উদ্দিন, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মজনু রহমান ও মোসাবুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নিজস্ব জমি সড়কের দুই ধারে অবস্থিত। এসব জমি লিজ দিয়ে রাজস্ব আদায় হয়ে থাকে। অথচ দীর্ঘদিন যাবত অনেক জমি বেদখল হয়ে আছে। এ জন্য নবনির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণের পর রাজস্ব বৃদ্ধির লক্ষে জমি অবৈধ দখলদারদের কাছ থেকে পুন:রুদ্ধার ও প্রয়োজনীয় স্থানে মার্কেট, দোকানঘর ও পাবলিক টয়লেট নির্মাণের লক্ষে দামুড়হুদা এবং জীবননগর উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এসময় পরিদর্শন টিম দামুড়হুদা ডাকবাংলোর সামনের জায়গা, দামুড়হুদা বাজার সংলগ্ন জায়গা, কার্পাসডাঙ্গা বাজার সংলগ্ন জায়গা, দর্শনা বাস টার্মিনাল, মদনা ট’হাট, উথলী মোড় সংলগ্ন জায়গা ও জীবননগর বাজার সংলগ্ন জায়গা পরিদর্শন করেন।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, জেলা পরিষদের রাজস্ব বৃদ্ধির জন্য নবনির্বাচিত কমিটি উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করা হয়েছে। জেলা পরিষদের যেসকল জমি লিজের বাইরে রয়েছে সে সকল জমি দখল নিয়ে মার্কেট ও দোকানঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যারা অবৈধভাবে জমি দখল করে আছে তাদের উচ্ছেদে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।