ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / ২৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের দায়িত্বশীল সকলেই আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। এ ধারা অব্যাহত রাখতে আমাদের সকলকেই সর্বদা সচেষ্ট থাকতে হবে। সড়কে অবৈধ যান উচ্ছেদে যেমন পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে, তেমনই সড়ক নিরাপদ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বেশি বেশি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন প্রতিপালনে সকলকে সজাগ করে তুলতে হবে। সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারি স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোর পরিবেশ উন্নত করতে হবে। এ ক্ষেত্রে জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলদের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারদেরও বিশেষ দৃষ্টি দিতে হবে। যাতে দালাল চক্র সরল সোজা রোগী সাধারণের সাথে প্রতারণা করতে না পারে। সড়কের যেসব স্থানে ইটভাটার মাটি পড়ে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ করে তুলেছে, সেসব স্থান থেকে ইটভাটা মালিকদের মাটি দ্রুত অপসারণের পাশাপাশি কোনো মাটি বহনকরা ট্রাক, ট্রলি থেকে মাটি পড়ছে দেখলে বড় ধরণের জরিমানা করে সড়ক নিরাপদ করার ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনে সন্তোষ প্রকাশ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মোটরসাইকেল চালক, আরোহীদের অবশ্যই হেলমেট পরতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণার পাশাপাশি অনমনীয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’
এ সভায় জেলা প্রশাসক সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সড়কের ধারে, হাট-বাজারে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে কোনো বৃক্ষ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে তা সংশ্লিষ্ট দপ্তর প্রধান অবিলম্বে অপসারণ করবে। মরা গাছের ডাল পড়ে প্রাণহানি কোনোভাবে কাম্য নয়। চুয়াডাঙ্গার পৃথক স্থানে এ ধরণের দুর্ঘটনা আমাদের ব্যথিত করেছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপারের পক্ষে প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনসহ অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বক্তব্য উপস্থাপন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান

আপলোড টাইম : ০৫:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলাবিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের দায়িত্বশীল সকলেই আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। এ ধারা অব্যাহত রাখতে আমাদের সকলকেই সর্বদা সচেষ্ট থাকতে হবে। সড়কে অবৈধ যান উচ্ছেদে যেমন পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে, তেমনই সড়ক নিরাপদ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বেশি বেশি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন প্রতিপালনে সকলকে সজাগ করে তুলতে হবে। সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারি স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোর পরিবেশ উন্নত করতে হবে। এ ক্ষেত্রে জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলদের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারদেরও বিশেষ দৃষ্টি দিতে হবে। যাতে দালাল চক্র সরল সোজা রোগী সাধারণের সাথে প্রতারণা করতে না পারে। সড়কের যেসব স্থানে ইটভাটার মাটি পড়ে দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ করে তুলেছে, সেসব স্থান থেকে ইটভাটা মালিকদের মাটি দ্রুত অপসারণের পাশাপাশি কোনো মাটি বহনকরা ট্রাক, ট্রলি থেকে মাটি পড়ছে দেখলে বড় ধরণের জরিমানা করে সড়ক নিরাপদ করার ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনে সন্তোষ প্রকাশ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মোটরসাইকেল চালক, আরোহীদের অবশ্যই হেলমেট পরতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণার পাশাপাশি অনমনীয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’
এ সভায় জেলা প্রশাসক সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সড়কের ধারে, হাট-বাজারে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে কোনো বৃক্ষ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে তা সংশ্লিষ্ট দপ্তর প্রধান অবিলম্বে অপসারণ করবে। মরা গাছের ডাল পড়ে প্রাণহানি কোনোভাবে কাম্য নয়। চুয়াডাঙ্গার পৃথক স্থানে এ ধরণের দুর্ঘটনা আমাদের ব্যথিত করেছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপারের পক্ষে প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিনসহ অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বক্তব্য উপস্থাপন করেন।