ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ছাপা খরচ প্রিন্টিংয়ের জন্য ১ লাখ টাকা অতিরিক্ত বাজেট অনুমোদন দেয়া হয় এবং কোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে জরুরি সাধারণ সভার সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তালিম হোসেন। সভায় সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন।

এসময় সিনিয়র আইনজীবী এস এম রফিউর রহমান, আব্দুস সামাদ, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আকসিজুল ইসলাম রতন ও মানি খন্দকার বক্তব্য দেন। সভায় জেলা আইনজীবী সমিতির সহসভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার, আসাদুজ্জামান, যুগ্ম-সম্পাদক সুজাউদ্দিন, আসাদুজ্জামান মিল্টনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জেলা আইনজীবী সমিতির যে সকল সদস্য অধিকাংশ সময়ই বারে আসেন না, তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুরোধ করা হয়। এছাড়া আদালতের একজন বিতর্কিত বিচারকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নিতে হলে ভিত্তি থাকতে হবে। আইনজীবীদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবসময়ই সচেষ্ট আছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা

আপলোড টাইম : ১১:০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ছাপা খরচ প্রিন্টিংয়ের জন্য ১ লাখ টাকা অতিরিক্ত বাজেট অনুমোদন দেয়া হয় এবং কোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে জরুরি সাধারণ সভার সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তালিম হোসেন। সভায় সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন।

এসময় সিনিয়র আইনজীবী এস এম রফিউর রহমান, আব্দুস সামাদ, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আকসিজুল ইসলাম রতন ও মানি খন্দকার বক্তব্য দেন। সভায় জেলা আইনজীবী সমিতির সহসভাপতি কাইজার হোসেন জোয়ার্দ্দার, আসাদুজ্জামান, যুগ্ম-সম্পাদক সুজাউদ্দিন, আসাদুজ্জামান মিল্টনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জেলা আইনজীবী সমিতির যে সকল সদস্য অধিকাংশ সময়ই বারে আসেন না, তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুরোধ করা হয়। এছাড়া আদালতের একজন বিতর্কিত বিচারকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নিতে হলে ভিত্তি থাকতে হবে। আইনজীবীদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবসময়ই সচেষ্ট আছি।’