ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা কোর্ট মোড় দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৫৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • / ৪৪ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা কোর্ট মোড় দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাদিকুজ্জামান রঞ্জু সভাপতি, মমিনুর ইসলাম মমিন সাধারণ সম্পাদক ও একরামুল হাসান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল নয়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোর্ট জামে মসজিদ মার্কেটের তৃতীয় তলায় দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তিন পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. সেলিম উদ্দীন খান। মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৭জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়। বিকেল চারটার দিকে ফলাফল ঘোষণা করলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় চুয়াডাঙ্গা কোর্ট মোড় এলাকায়। নির্বাচনে সভাপদি পদে ছাতা প্রতীক নিয়ে সাদিকুজ্জামান রঞ্জু ৫৮ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এহছানুস সাদিক ইমন আনারস প্রতীকে ভোট পান ৪৭টি। এছাড়াও সভাপতি পদে নুরুল ইসলাম ফুটবল প্রতীকে ১০টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে মমিনুর ইসলাম মমিন মোবাইল ফোন প্রতীকে ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক বাবু ডালিম প্রতীকে ৫৩ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে একরামুল ইসলাম বাইসাইকেল প্রতীকে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিদুল ইসলাম পাপেল কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৯টি। চুয়াডাঙ্গা কোর্ট মোড় দোকান মালিক সমিতির এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে রবিউল ইসলাম ও এমানুল হক, যুগ্ম সাধারণ পদে সম্পাদক সোহেল রেজা ও আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক পদে গোলাম মোস্তফা সরকার এবং সদস্য পদে আতিয়ার রহমান, আবু বকর সিদ্দিক, এস এম রাইহানুল বাপ্পী, শিমুল হোসেন, শহিদুল ইসলাম ও আশরাফুল হক।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা কোর্ট মোড় দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

আপলোড টাইম : ০৮:৫৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১

উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা কোর্ট মোড় দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাদিকুজ্জামান রঞ্জু সভাপতি, মমিনুর ইসলাম মমিন সাধারণ সম্পাদক ও একরামুল হাসান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল নয়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোর্ট জামে মসজিদ মার্কেটের তৃতীয় তলায় দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে তিন পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. সেলিম উদ্দীন খান। মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৭জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়। বিকেল চারটার দিকে ফলাফল ঘোষণা করলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় চুয়াডাঙ্গা কোর্ট মোড় এলাকায়। নির্বাচনে সভাপদি পদে ছাতা প্রতীক নিয়ে সাদিকুজ্জামান রঞ্জু ৫৮ ভোটে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এহছানুস সাদিক ইমন আনারস প্রতীকে ভোট পান ৪৭টি। এছাড়াও সভাপতি পদে নুরুল ইসলাম ফুটবল প্রতীকে ১০টি ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে মমিনুর ইসলাম মমিন মোবাইল ফোন প্রতীকে ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক বাবু ডালিম প্রতীকে ৫৩ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে একরামুল ইসলাম বাইসাইকেল প্রতীকে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশিদুল ইসলাম পাপেল কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৯টি। চুয়াডাঙ্গা কোর্ট মোড় দোকান মালিক সমিতির এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে রবিউল ইসলাম ও এমানুল হক, যুগ্ম সাধারণ পদে সম্পাদক সোহেল রেজা ও আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক পদে গোলাম মোস্তফা সরকার এবং সদস্য পদে আতিয়ার রহমান, আবু বকর সিদ্দিক, এস এম রাইহানুল বাপ্পী, শিমুল হোসেন, শহিদুল ইসলাম ও আশরাফুল হক।