ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্নস্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / ২৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সংগঠন শীতার্তদের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ করছে। গতকাল চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে পৃথকভাবে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

তিতুদহ:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়ছে। গতকাল রোববার সকাল ১০টায় টিম পজেটিভ বাংলাদেশ এর সদস্যরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অনুদানের ১০০টি কম্বল তিতুদহ ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের পরিচালনা করেন তরুন সমাজ সেবক শাহরুখ খান। বিতরণ কার্যক্রমের সহোযোগিতায় ছিলেন মামুন সরকার, জিল্লুর রহমান, বাদশা মণ্ডল, মেহেদী হাসান প্রমুখ। ভিডিও কলে মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীন ভূঁইয়া।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলার নান্দবারে মহান বিজয় দিবস উপলক্ষে সিনেস ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ৩ টার দিকে নান্দবার গ্রামের বসতি পাড়ায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে ৩০০ পিস শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গাংনী ইউপি চেয়ারম্যান মুন্সী এমদাদুল হকের সভায় সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সামসুজ্জামান। এসময়ে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মো. মনিরম্নজ্জামান, গাংনী ইউপি ওয়ার্ড সদস্য ও যুবলীগ নেতা সাঈদুর রহমান মাস্টর, আসমানখালী পুলিশ ক্যাম্পর এএসআই সবুজ কান্তি বিশ্বাস, আফরোজা খাতুন, মাসকুরা পারভীন লিপি, মাহমুদা রিনি, কামরম্নজ্জামান, হোসনে আরা বানি, ওহিদুজ্জামান প্রমুখ। সভা শেষে ৩শত সুবিধা বঞ্চিত শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

দামুড়হুদা:

দামুড়হুদায় সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। জানা যায়, দামড়হুদার শীতার্তদের শীত নিবারণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দামুড়হুদার ফকির পাড়ায় এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ১নম্বর সদর ইউপি সদস্য লিয়াকত আলীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আন্দুলবাড়ীয়া:

মাননীয় প্রধাণমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজদিয়া গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের আদিবাসী সম্প্রদায়ের পুজা মণ্ডপের সামনে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

জানা গেছে, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ সরকারিভাবে বরাদ্দকৃত ৫০টি কম্বল আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান রোকন, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, জীবননগর উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বিজয় হালদার, কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির সভাপতি বিন্দা ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ সোহেল রানা প্রমুখ।

মুজিবনগর:

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ড সদস্য মি. বাবুল মল্লিক ও তার পরিবার। গতকাল রোববার বিকেলে সেলফ প্রজেক্ট বল্লভপুরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে ইউপি সদস্য মি. বাবুল মল্লিক ও তার পরিবার। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সেলফ প্রজেক্ট এর অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বল্লভপুর ডিনারির ডিন মৃত্যুঞ্জয় মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, সেলফ প্রজেক্ট বল্লভপুর এর নির্বাহী পরিচালক অশোক মল্লিক, ওয়ার্ড আ. লীগের সভাপতি মারিও সুসিত মন্ডল, সাধারণ সম্পাদক মাইকেল মন্ডল টুইস, চার্চ সম্পাদক মেরি সুখী মল্লিক, মহিলা নেত্রী তৃপ্তি মন্ডল, রতনপুর মহিলা নেতৃকুমারি খান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্নস্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড টাইম : ০৩:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদক:

ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সংগঠন শীতার্তদের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ করছে। গতকাল চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে পৃথকভাবে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

তিতুদহ:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়ছে। গতকাল রোববার সকাল ১০টায় টিম পজেটিভ বাংলাদেশ এর সদস্যরা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অনুদানের ১০০টি কম্বল তিতুদহ ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণের পরিচালনা করেন তরুন সমাজ সেবক শাহরুখ খান। বিতরণ কার্যক্রমের সহোযোগিতায় ছিলেন মামুন সরকার, জিল্লুর রহমান, বাদশা মণ্ডল, মেহেদী হাসান প্রমুখ। ভিডিও কলে মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীন ভূঁইয়া।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলার নান্দবারে মহান বিজয় দিবস উপলক্ষে সিনেস ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ৩ টার দিকে নান্দবার গ্রামের বসতি পাড়ায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে ৩০০ পিস শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গাংনী ইউপি চেয়ারম্যান মুন্সী এমদাদুল হকের সভায় সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনেস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সামসুজ্জামান। এসময়ে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মো. মনিরম্নজ্জামান, গাংনী ইউপি ওয়ার্ড সদস্য ও যুবলীগ নেতা সাঈদুর রহমান মাস্টর, আসমানখালী পুলিশ ক্যাম্পর এএসআই সবুজ কান্তি বিশ্বাস, আফরোজা খাতুন, মাসকুরা পারভীন লিপি, মাহমুদা রিনি, কামরম্নজ্জামান, হোসনে আরা বানি, ওহিদুজ্জামান প্রমুখ। সভা শেষে ৩শত সুবিধা বঞ্চিত শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

দামুড়হুদা:

দামুড়হুদায় সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন। জানা যায়, দামড়হুদার শীতার্তদের শীত নিবারণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দামুড়হুদার ফকির পাড়ায় এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ১নম্বর সদর ইউপি সদস্য লিয়াকত আলীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আন্দুলবাড়ীয়া:

মাননীয় প্রধাণমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজদিয়া গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের আদিবাসী সম্প্রদায়ের পুজা মণ্ডপের সামনে কম্বল বিতরণের আয়োজন করা হয়।

জানা গেছে, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ সরকারিভাবে বরাদ্দকৃত ৫০টি কম্বল আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান রোকন, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, জীবননগর উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বিজয় হালদার, কর্চাডাঙ্গা মহাশ্মশান উন্নয়ন কমিটির সভাপতি বিন্দা ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ সোহেল রানা প্রমুখ।

মুজিবনগর:

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ড সদস্য মি. বাবুল মল্লিক ও তার পরিবার। গতকাল রোববার বিকেলে সেলফ প্রজেক্ট বল্লভপুরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে ইউপি সদস্য মি. বাবুল মল্লিক ও তার পরিবার। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সেলফ প্রজেক্ট এর অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বল্লভপুর ডিনারির ডিন মৃত্যুঞ্জয় মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, সেলফ প্রজেক্ট বল্লভপুর এর নির্বাহী পরিচালক অশোক মল্লিক, ওয়ার্ড আ. লীগের সভাপতি মারিও সুসিত মন্ডল, সাধারণ সম্পাদক মাইকেল মন্ডল টুইস, চার্চ সম্পাদক মেরি সুখী মল্লিক, মহিলা নেত্রী তৃপ্তি মন্ডল, রতনপুর মহিলা নেতৃকুমারি খান প্রমুখ।