ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, আলোচনা সভায় বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’।

চুয়াডাঙ্গা:
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সাহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘দুর্যোগ প্রশমন একটি সমন্বিত ধারণা। উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন ইত্যাদির সমন্বয়ই হলো দুর্যোগ প্রশমন। যে উদ্দেশ্যকে কেন্দ্র করে দুই যুগ ধরে বিশ্বব্যাপী এই দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। তার কতটুকু অর্জন হয়েছে তা মূল্যায়ন করে নতুন কর্মকৌশল প্রণয়নের সময় এসেছে। কারণ অধুনা বিশ্বে ঘটে যাওয়া সব ভয়াবহ দুর্যোগ ও এর ক্ষয়-ক্ষতির মাত্রা দেখে এটা প্রমাণিত, দুর্যোগের তার প্রশমনে প্রত্যাশিত স্তর পর্যন্ত এখনো আমরা পৌঁছাতে পারিনি। তবে সতর্কতা অবলম্বন করলে সামনের দিনগুলোতে দুর্যোগের ক্ষয়-ক্ষতি আরও কমে আসবে।’
বক্তারা আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আজ বিশ্বব্যাপী পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভৌগোলিক কারণেও বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। সরকার ২০০৯ সাল থেকে দুর্যোগের ক্ষয়-ক্ষতি হ্রাসে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ২০১৫-৩০ এর দুর্যোগ সম্পর্কিত ধাপগুলো বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা এবং মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বন্যা, ঘূর্ণিঝড়সহ অন্যান্য দুর্যোগ মোকাবিলা বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও যেকোনো দুর্যোগ মোকাবিলা ও এর ঝুঁকি কমাতে আমরা সক্ষম হব।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, ইউআরসি ইন্সট্রাক্টার জামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। এছাড়াও বক্তব্য দেন বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, ভিডিপি কর্মকর্তা আজিজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা ও আল-ইকরা ক্যাডেট স্কুলের শিক্ষক রাজু আহম্মেদ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে সিভিল ডিফেন্স অফিসের সৌজন্যে দুর্যোগ প্রশমন বিষয়ে প্রশিক্ষণ মহড়া দেওয়া হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে উপজেলা সরকারি দপ্তরের অফিসার, ফায়ার সার্ভিসের টিম ও কানন বিদ্যাপাঠ স্কুলের শিক্ষাথীদের নিয়ে র‌্যালি নিয়ে দামুড়হুদা চৌরাস্তার মোড় হয়ে উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আরডিসি রাসেল আহাম্মেদ, দামুড়হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার হারুনর রসিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজা, সহকারী প্রোগ্রামর অফিসার আরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, সহকারী মৎস্য অফিসার হামিদুর রহমান, আনসার ভিডিপির কর্মকর্তা রাফিজা খাতুনসহ ফায়ার সার্ভিসের টিম।
জীবননগর:
জীবননগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলা প্রশাসন এই সভা ও শোভাযাত্রার আয়োজন করে। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দীন মোড়ল প্রমুখ।
মুজিবনগর:
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যে মুজিবনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি কেদারগঞ্জ বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক মুজিবনগর শাখা ব্যবস্থাপক মনোওয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আলীফ হোসেন, ফায়ার সার্ভিস মুজিবনগর টিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
গাংনী:
‘দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, আলোচনা সভায় বক্তারা

আপলোড টাইম : ১২:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’।

চুয়াডাঙ্গা:
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামান, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সাহান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘দুর্যোগ প্রশমন একটি সমন্বিত ধারণা। উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন ইত্যাদির সমন্বয়ই হলো দুর্যোগ প্রশমন। যে উদ্দেশ্যকে কেন্দ্র করে দুই যুগ ধরে বিশ্বব্যাপী এই দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। তার কতটুকু অর্জন হয়েছে তা মূল্যায়ন করে নতুন কর্মকৌশল প্রণয়নের সময় এসেছে। কারণ অধুনা বিশ্বে ঘটে যাওয়া সব ভয়াবহ দুর্যোগ ও এর ক্ষয়-ক্ষতির মাত্রা দেখে এটা প্রমাণিত, দুর্যোগের তার প্রশমনে প্রত্যাশিত স্তর পর্যন্ত এখনো আমরা পৌঁছাতে পারিনি। তবে সতর্কতা অবলম্বন করলে সামনের দিনগুলোতে দুর্যোগের ক্ষয়-ক্ষতি আরও কমে আসবে।’
বক্তারা আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আজ বিশ্বব্যাপী পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভৌগোলিক কারণেও বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। সরকার ২০০৯ সাল থেকে দুর্যোগের ক্ষয়-ক্ষতি হ্রাসে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ২০১৫-৩০ এর দুর্যোগ সম্পর্কিত ধাপগুলো বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা এবং মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বন্যা, ঘূর্ণিঝড়সহ অন্যান্য দুর্যোগ মোকাবিলা বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতেও যেকোনো দুর্যোগ মোকাবিলা ও এর ঝুঁকি কমাতে আমরা সক্ষম হব।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, ইউআরসি ইন্সট্রাক্টার জামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। এছাড়াও বক্তব্য দেন বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, ভিডিপি কর্মকর্তা আজিজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা ও আল-ইকরা ক্যাডেট স্কুলের শিক্ষক রাজু আহম্মেদ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে সিভিল ডিফেন্স অফিসের সৌজন্যে দুর্যোগ প্রশমন বিষয়ে প্রশিক্ষণ মহড়া দেওয়া হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে উপজেলা সরকারি দপ্তরের অফিসার, ফায়ার সার্ভিসের টিম ও কানন বিদ্যাপাঠ স্কুলের শিক্ষাথীদের নিয়ে র‌্যালি নিয়ে দামুড়হুদা চৌরাস্তার মোড় হয়ে উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আরডিসি রাসেল আহাম্মেদ, দামুড়হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার হারুনর রসিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজা, সহকারী প্রোগ্রামর অফিসার আরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, সহকারী মৎস্য অফিসার হামিদুর রহমান, আনসার ভিডিপির কর্মকর্তা রাফিজা খাতুনসহ ফায়ার সার্ভিসের টিম।
জীবননগর:
জীবননগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলা প্রশাসন এই সভা ও শোভাযাত্রার আয়োজন করে। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দীন মোড়ল প্রমুখ।
মুজিবনগর:
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যে মুজিবনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি কেদারগঞ্জ বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক মুজিবনগর শাখা ব্যবস্থাপক মনোওয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আলীফ হোসেন, ফায়ার সার্ভিস মুজিবনগর টিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
গাংনী:
‘দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।