ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘তথ্য প্রযুক্তির যুগে, জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’।

চুয়াডাঙ্গা:
‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা প্রশাসক কার্যালয়ের প্রোগ্রামার নজরুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী কবির হোসেন ও গীতা পাঠ করেন সুনিল মল্লিক। আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী ও উদ্যেক্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরীন বলেন, যার যার অবস্থান থেকে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। জনগণ তথ্য চাইবে, আপনারা দিবেন। সিটিজেন চার্টার দৃশ্যমানভাবে টাঙিয়ে রাখি। ওয়েব পেজ আছে সেখানে সরকারি প্রকল্প তুলে দেবেন। তাহলে জনগণের তথ্য জানা প্রসারিত হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা কতটুকু চর্চা করতে পারছি তার ওপর নির্ভর করছে।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেরে চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদি জিয়াউদ্দিন আহমেদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার সোহেল রানা।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বিআরডিবি কর্মকর্তা শাইলা শারমিন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশরা খাতুন, উপজেলা প্রকৌশলী আরিফউদৌলা, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান, মোজাহিদুর রহমান, হাসানুজ্জামান সরোয়ার, মোখলেসুর রহমান শিলন প্রমুখ।

জীবননগর:
জীবননগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক, বাঁকা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল রবি প্রমুখ। সভায় ইউএনও আরিফুল ইসলাম তথ্য অধিকার সম্পর্কে সভায় আগতদের সর্তক করেন। তথ্য অধিকার সম্পর্কে প্রচারের আহ্বান জানান তিনি।

ঝিনাইদহ:
‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ স্লোগানে ঝিনাইদহে দুই দিনব্যাপী তথ্য অধিকার মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে গতকাল বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। উদ্বোধন শেষে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সায়েদুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম শাহীন, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সনাকের সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক এম সাইফুল মাবুদ ও সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল।

আলোচনা সভায় বক্তারা, তথ্যের অবাধ প্রবাহের নিশ্চিত করতে তথ্য অধিকার আইন পুরোপুরি বাস্তবায়ন করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়। দুই দিনব্যাপী এ তথ্য মেলায় সরকারি ও বেসরকারি ২৯টি দপ্তর স্টল দিয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা

আপলোড টাইম : ০৮:৪০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন: নানা আয়োজনে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারাদেশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘তথ্য প্রযুক্তির যুগে, জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’।

চুয়াডাঙ্গা:
‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ স্লোগানে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা প্রশাসক কার্যালয়ের প্রোগ্রামার নজরুল ইসলামের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী কবির হোসেন ও গীতা পাঠ করেন সুনিল মল্লিক। আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের সচিব, হিসাব সহকারী ও উদ্যেক্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরীন বলেন, যার যার অবস্থান থেকে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। জনগণ তথ্য চাইবে, আপনারা দিবেন। সিটিজেন চার্টার দৃশ্যমানভাবে টাঙিয়ে রাখি। ওয়েব পেজ আছে সেখানে সরকারি প্রকল্প তুলে দেবেন। তাহলে জনগণের তথ্য জানা প্রসারিত হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা কতটুকু চর্চা করতে পারছি তার ওপর নির্ভর করছে।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেরে চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদি জিয়াউদ্দিন আহমেদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার সোহেল রানা।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বিআরডিবি কর্মকর্তা শাইলা শারমিন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশরা খাতুন, উপজেলা প্রকৌশলী আরিফউদৌলা, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান, মোজাহিদুর রহমান, হাসানুজ্জামান সরোয়ার, মোখলেসুর রহমান শিলন প্রমুখ।

জীবননগর:
জীবননগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক, বাঁকা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল রবি প্রমুখ। সভায় ইউএনও আরিফুল ইসলাম তথ্য অধিকার সম্পর্কে সভায় আগতদের সর্তক করেন। তথ্য অধিকার সম্পর্কে প্রচারের আহ্বান জানান তিনি।

ঝিনাইদহ:
‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ স্লোগানে ঝিনাইদহে দুই দিনব্যাপী তথ্য অধিকার মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে গতকাল বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। উদ্বোধন শেষে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সায়েদুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম শাহীন, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সনাকের সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক এম সাইফুল মাবুদ ও সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল।

আলোচনা সভায় বক্তারা, তথ্যের অবাধ প্রবাহের নিশ্চিত করতে তথ্য অধিকার আইন পুরোপুরি বাস্তবায়ন করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করা হয়। দুই দিনব্যাপী এ তথ্য মেলায় সরকারি ও বেসরকারি ২৯টি দপ্তর স্টল দিয়েছে।