ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সদর উপজেলার আলুকদিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালতে দুজনকেই ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার মৃত আলী আহমেদের ছেলে আব্দুল্লাহ আল মাসুম (৪৫) ও চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার দাউদ হোসেনের ছেলে আলী হোসেন (৪২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে আলুকদিয়ায় অভিযান চালায়। এসময় আব্দুল্লাহ আল মাসুমকে ২ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তার বাড়ি থেকে এবং মুক্তিপাড়ার আলী হোসেনকে ১ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আলুকদিয়া বাজার থেকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে দুজনেই ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অপর দিকে, আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ শাফয়েত আলী (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গার জগন্নাথপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাফায়েত আলী একই এলাকার চেতন মণ্ডলের ছেলে। এসময় পালিয়ে যায় আরেক মাদক কারবারি একই এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০)। দুজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে জগন্নাথপুর গ্রামের একটি মাঠে অভিযান চালায়। এসময় ১৫০ অ্যাম্পুল নেশাজাতীয় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশসহ শাফায়েত আলীকে আটক করলেও পালিয়ে যায় আরেক মাদক কারবারি শরিফুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই আসামি করে মামলা দায়ের করা হয় এবং আটক শাফায়েত আলীকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান

আপলোড টাইম : ০৫:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সদর উপজেলার আলুকদিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া ভ্রাম্যমাণ আদালতে দুজনকেই ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার মৃত আলী আহমেদের ছেলে আব্দুল্লাহ আল মাসুম (৪৫) ও চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার দাউদ হোসেনের ছেলে আলী হোসেন (৪২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে আলুকদিয়ায় অভিযান চালায়। এসময় আব্দুল্লাহ আল মাসুমকে ২ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তার বাড়ি থেকে এবং মুক্তিপাড়ার আলী হোসেনকে ১ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আলুকদিয়া বাজার থেকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে দুজনেই ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অপর দিকে, আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ শাফয়েত আলী (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গার জগন্নাথপুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাফায়েত আলী একই এলাকার চেতন মণ্ডলের ছেলে। এসময় পালিয়ে যায় আরেক মাদক কারবারি একই এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০)। দুজনকে আসামি করে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে জগন্নাথপুর গ্রামের একটি মাঠে অভিযান চালায়। এসময় ১৫০ অ্যাম্পুল নেশাজাতীয় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশসহ শাফায়েত আলীকে আটক করলেও পালিয়ে যায় আরেক মাদক কারবারি শরিফুল ইসলাম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই আসামি করে মামলা দায়ের করা হয় এবং আটক শাফায়েত আলীকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।