ইপেপার । আজ রবিবার, ২০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ৫২০ পিস ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৫০ পিস ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাসান আলমডাঙ্গা উপজেলার গড়গড়ী গ্রামের পালপাড়ার গোলাম খানের ছেলে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশনের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে স্টেশন এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ্ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাসান নামে একজনকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামির শরীর তল্লাশি করে বিক্রয় নিষিদ্ধ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়।

মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান কাজল বলেন, গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সংশ্লিষ্ট মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ৫২০ পিস ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:৩৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৫০ পিস ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাসান আলমডাঙ্গা উপজেলার গড়গড়ী গ্রামের পালপাড়ার গোলাম খানের ছেলে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশনের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে স্টেশন এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ্ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাসান নামে একজনকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামির শরীর তল্লাশি করে বিক্রয় নিষিদ্ধ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়।

মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান কাজল বলেন, গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সংশ্লিষ্ট মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হবে।