ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ৩৫টি জেলার ৪৩ তরুণ কৃষি উদ্যোক্তা নিয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • / ৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ৩৫টি জেলার ৪৩ তরুণ কৃষি উদ্যোক্তা নিয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর উপজেলার মনমিলা গার্ডেনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। এ কর্মশালার আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর গড়ে তোলা ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগ ‘কৃষি বায়োস্কোপ’। বিভিন্ন সেশনে দেশ বিদেশের নামকরা কৃষিবিদরা এ সকল তরুণ কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন। পুরো কর্মশালাটি চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।
মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা দেখে নজর কাড়বে যে কারো। ৩৫টি জেলা থেকে আসা ৪৩ জন কৃষি উদ্যোক্তা শেখার চাহনি নিয়ে কর্মশালায় অংশগ্রহণ করেছেন। কর্মশালার আয়োজক কতৃপক্ষ কৃষি বায়োস্কোপও কৃষি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির নানা সেশনের আয়োজন রেখেছে। রিসোর্স স্পিকার হিসেবে ক্লাস নিবেন দেশ বিদেশের সুনামধন্য কৃষিবিদরা। পর্যায়ক্রমে মাঠ এবং কৃষি ক্ষেত্রের উন্নত যন্ত্রপাতির ব্যবহার নিয়েও সরেজমিন করা হবে। যাকে মোটিভেশনাল ট্যুর হিসেবে রাখা হয়েছে কর্মসূচিতে।

দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যতের কৃষি খামার বিষয়ে প্রশিক্ষণ সেশন নেন কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞপুলের সদস্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মোঃ হামিদুর রহমান। উদ্যানতাত্বিক ফসলের বাণিজ্যিক চাষ কৌশলের ওপর সেশন নেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, খামারবাড়ি, ঢাকার পরিচালক ডঃ মেহেদি মাসুদ। ভূমি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের ওপরে দুপুরে সেশন নেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়া। গ্রুপ ফিল্ড ওয়ার্ক (ম্যানেজমেন্ট ও গ্রাফটিং) বিষয়ে সেশন নেন হাফেজ মো. আব্দুল কাদের সোহান।
বিকাল পাঁচটায় প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের ওপরে সেশন সেশন নেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর। বিকাল ৬টায় বাজার ব্যবস্থাপনা ও মূল্য সংযোজনের ওপর সেশন নেন ইমরুল পারভেজ। সন্ধ্যায় সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার ওপরে সেশন নেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল মাজেদ। এর পর সন্ধ্যায় জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে কৃষি সেক্টরের বিভিন্ন বিষয়ের ওপর ক্লাস নেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির কর্নেল এলায়েন্স ফর সায়েন্সের ডিরেক্টর ডঃ সারাহ ইভাঞ্জা।
আজ দুইদিনব্যাপী কর্মশালার শেষ দিনে সয়েলচার্জার টেকনোলজি ও আনার প্রজেক্ট, ড্রিপ ইরিগেশন প্রজেক্ট, মাল্টা প্রজেক্ট, মিশ্র ফলবাগান প্রজেক্ট, কাটিমন আম প্রজেক্ট, সাইট্রাস ও কমলা প্রজেক্ট, ভার্মী কম্পোস্ট প্রজেক্ট, হাইভ্যালু(ক্যাপ্সিকাম/রকমেলন/তরমুজ; মালচিং ফিল্ম ) প্রজেক্ট ইত্যাদি বিষয়ে মোটিভেশনাল ট্যুর অনুষ্ঠিত হবে। এই ট্যুরে কৃষিবিদ ডঃ মোঃ হামিদুর রহমান, ডঃ মোঃ আব্দুল মাজেদ, তালহা জুবাইর মাসরুর, মোঃ মনিরুজ্জামান, আলমগীর হোসেন, আমিরুল রাসেল, আব্দুল কাদের সোহান, সোহেল আব্দুল্লাহ, আহসানুল ইসলাম ডন প্রমুখ উপস্থিত থাকবেন। বিকাল ৫টায় সমাপনি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ৩৫টি জেলার ৪৩ তরুণ কৃষি উদ্যোক্তা নিয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা

আপলোড টাইম : ০৯:০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

চুয়াডাঙ্গায় ৩৫টি জেলার ৪৩ তরুণ কৃষি উদ্যোক্তা নিয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর উপজেলার মনমিলা গার্ডেনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। এ কর্মশালার আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর গড়ে তোলা ডিজিটাল কৃষি সম্প্রসারণ উদ্যোগ ‘কৃষি বায়োস্কোপ’। বিভিন্ন সেশনে দেশ বিদেশের নামকরা কৃষিবিদরা এ সকল তরুণ কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন। পুরো কর্মশালাটি চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।
মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা দেখে নজর কাড়বে যে কারো। ৩৫টি জেলা থেকে আসা ৪৩ জন কৃষি উদ্যোক্তা শেখার চাহনি নিয়ে কর্মশালায় অংশগ্রহণ করেছেন। কর্মশালার আয়োজক কতৃপক্ষ কৃষি বায়োস্কোপও কৃষি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির নানা সেশনের আয়োজন রেখেছে। রিসোর্স স্পিকার হিসেবে ক্লাস নিবেন দেশ বিদেশের সুনামধন্য কৃষিবিদরা। পর্যায়ক্রমে মাঠ এবং কৃষি ক্ষেত্রের উন্নত যন্ত্রপাতির ব্যবহার নিয়েও সরেজমিন করা হবে। যাকে মোটিভেশনাল ট্যুর হিসেবে রাখা হয়েছে কর্মসূচিতে।

দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যতের কৃষি খামার বিষয়ে প্রশিক্ষণ সেশন নেন কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞপুলের সদস্য ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মোঃ হামিদুর রহমান। উদ্যানতাত্বিক ফসলের বাণিজ্যিক চাষ কৌশলের ওপর সেশন নেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, খামারবাড়ি, ঢাকার পরিচালক ডঃ মেহেদি মাসুদ। ভূমি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের ওপরে দুপুরে সেশন নেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূঁইয়া। গ্রুপ ফিল্ড ওয়ার্ক (ম্যানেজমেন্ট ও গ্রাফটিং) বিষয়ে সেশন নেন হাফেজ মো. আব্দুল কাদের সোহান।
বিকাল পাঁচটায় প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের ওপরে সেশন সেশন নেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর। বিকাল ৬টায় বাজার ব্যবস্থাপনা ও মূল্য সংযোজনের ওপর সেশন নেন ইমরুল পারভেজ। সন্ধ্যায় সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার ওপরে সেশন নেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল মাজেদ। এর পর সন্ধ্যায় জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে কৃষি সেক্টরের বিভিন্ন বিষয়ের ওপর ক্লাস নেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির কর্নেল এলায়েন্স ফর সায়েন্সের ডিরেক্টর ডঃ সারাহ ইভাঞ্জা।
আজ দুইদিনব্যাপী কর্মশালার শেষ দিনে সয়েলচার্জার টেকনোলজি ও আনার প্রজেক্ট, ড্রিপ ইরিগেশন প্রজেক্ট, মাল্টা প্রজেক্ট, মিশ্র ফলবাগান প্রজেক্ট, কাটিমন আম প্রজেক্ট, সাইট্রাস ও কমলা প্রজেক্ট, ভার্মী কম্পোস্ট প্রজেক্ট, হাইভ্যালু(ক্যাপ্সিকাম/রকমেলন/তরমুজ; মালচিং ফিল্ম ) প্রজেক্ট ইত্যাদি বিষয়ে মোটিভেশনাল ট্যুর অনুষ্ঠিত হবে। এই ট্যুরে কৃষিবিদ ডঃ মোঃ হামিদুর রহমান, ডঃ মোঃ আব্দুল মাজেদ, তালহা জুবাইর মাসরুর, মোঃ মনিরুজ্জামান, আলমগীর হোসেন, আমিরুল রাসেল, আব্দুল কাদের সোহান, সোহেল আব্দুল্লাহ, আহসানুল ইসলাম ডন প্রমুখ উপস্থিত থাকবেন। বিকাল ৫টায় সমাপনি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হবে।