ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় ১১ মামলায় হকপাড়ার শুকুর হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৭:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • / ৪২ বার পড়া হয়েছে

সমাজে আলোচিত প্রায় সকল অপরাধের অপরাধী চুয়াডাঙ্গা হকপাড়ার শুকুর হোসেনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শুকুর হোসেন (৩২) চুয়াডাঙ্গা পৌর শহরের হকপাড়ার মৃত রবিউল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাত্র ১১ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় হত্য মামলার আসামি তিনি। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে হত্যার আগে ওই শিশুটিকে ধর্ষণ করেছিলেন তিনি। ধর্ষণের পর শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে। পুলিশ আরও জানায়, স্বাভাবিক সময়ে মাদকের ব্যবসা চালান তিনি। এ জেলার গাঁজা, ইয়াবা ব্যবসার দুটোরই তালিকাভুক্ত আসামি তিনি। তাছাড়া ভাড়ায় বিভিন্ন স্থানে গিয়ে মারামারিও করেন তিনি। আছে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধেরও মামলা। সব ধরণের অপরাধ করা চুয়াডাঙ্গা জেলার অন্যতম শীর্ষ অপরাধী শুকুর হোসেন আইনের ফাঁক-ফোকড় গলিয়ে জেল থেকে বের হয়ে এসে আবার অপরাধ জগতে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টসহ মাদক ব্যবসার অভিযোগে ও এলাকায় ভয়-ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ২০১৭ সালে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার আসামি তিনি। এছাড়াও তাঁর বিরুদ্ধে মাদকের মামলা আছে ৬টি। চুরির মামলাও আছে ৩টি। ভাড়ায় মারামারি করতে গিয়েও মামলা খেয়েছেন ২টি। গতকাল গ্রেপ্তারের পর তাঁকে দ্রুত বিচার আইনে মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক, সংঘর্ষ, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মোট ১১টি মামলা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় ১১ মামলায় হকপাড়ার শুকুর হোসেন গ্রেপ্তার

আপলোড টাইম : ০৭:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

সমাজে আলোচিত প্রায় সকল অপরাধের অপরাধী চুয়াডাঙ্গা হকপাড়ার শুকুর হোসেনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শুকুর হোসেন (৩২) চুয়াডাঙ্গা পৌর শহরের হকপাড়ার মৃত রবিউল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাত্র ১১ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনায় হত্য মামলার আসামি তিনি। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে হত্যার আগে ওই শিশুটিকে ধর্ষণ করেছিলেন তিনি। ধর্ষণের পর শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করে। পুলিশ আরও জানায়, স্বাভাবিক সময়ে মাদকের ব্যবসা চালান তিনি। এ জেলার গাঁজা, ইয়াবা ব্যবসার দুটোরই তালিকাভুক্ত আসামি তিনি। তাছাড়া ভাড়ায় বিভিন্ন স্থানে গিয়ে মারামারিও করেন তিনি। আছে চুরি, ছিনতাইয়ের মতো অপরাধেরও মামলা। সব ধরণের অপরাধ করা চুয়াডাঙ্গা জেলার অন্যতম শীর্ষ অপরাধী শুকুর হোসেন আইনের ফাঁক-ফোকড় গলিয়ে জেল থেকে বের হয়ে এসে আবার অপরাধ জগতে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টসহ মাদক ব্যবসার অভিযোগে ও এলাকায় ভয়-ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ২০১৭ সালে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার আসামি তিনি। এছাড়াও তাঁর বিরুদ্ধে মাদকের মামলা আছে ৬টি। চুরির মামলাও আছে ৩টি। ভাড়ায় মারামারি করতে গিয়েও মামলা খেয়েছেন ২টি। গতকাল গ্রেপ্তারের পর তাঁকে দ্রুত বিচার আইনে মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক, সংঘর্ষ, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মোট ১১টি মামলা রয়েছে।