ইপেপার । আজ সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় সামাজিক সম্প্রীতি সমাবেশে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চান আমরা সকলে যেন সম্প্রীতির সাথে বসবাস করতে পারি। সকলের আন্তরিকতা ছাড়া সম্প্রীতি সম্ভব না। তাই আমাদের আন্তরিক হতে হবে। আমার সন্তান কী করছে, অভিভাবকের দায়িত্ব খোঁজ রাখার।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই প্রজন্মকে আরও বেশি খেয়ালে রাখতে হবে। সঠিক শিক্ষা দিতে হবে, জানাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা কার্যক্রম চালাতে হবে। সচেতন মানুষকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দায়িত্ব নিতে হবে।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘আমি চুয়াডাঙ্গাতে দায়িত্ব নেওয়ার পর তেমন অপ্রীতিকর ঘটনা দেখিনি। চুয়াডাঙ্গা জেলার মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এ জেলায় সম্প্রীতির পরিবেশ বজায় আছে। অনেক সময় তুচ্ছ ঘটনা বড় কিছুর রূপ দিতে পারে। আমাদের সচেতন হতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেন, সম্প্রীতি বজায় রাখতে পরিবার থেকে প্রথম ভূমিকা থাকতে হবে। পুলিশ সবসময় সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখাতে হবে সম্প্রীতি। কিশোর বিপথগামীতার পিছনে অনেক কারণ থাকতে পারে। খেলাধুলা, সাহিত্য-সাংস্কৃতিক চর্চা থাকলে, বিজ্ঞানের সঠিক ব্যবহার করলে কিশোর অপরাধ কমবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এম ইস্রাফিল, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন এনএসআই-এর উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক, সাংবাদিক এম এ মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, চুয়াডাঙ্গা রেল বাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, হিন্দু বৌদ্ধ খিস্ট্রাব্দ ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার পাল, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী কানিজ ফাতিমা প্রমুখ।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের সার্বিক সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অ্যাড. শামসুজ্জোহা বিশ্বাস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, চুয়াডাঙ্গা পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও অনেকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় সামাজিক সম্প্রীতি সমাবেশে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন

আপলোড টাইম : ০৭:২৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) সরকারি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী চান আমরা সকলে যেন সম্প্রীতির সাথে বসবাস করতে পারি। সকলের আন্তরিকতা ছাড়া সম্প্রীতি সম্ভব না। তাই আমাদের আন্তরিক হতে হবে। আমার সন্তান কী করছে, অভিভাবকের দায়িত্ব খোঁজ রাখার।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই প্রজন্মকে আরও বেশি খেয়ালে রাখতে হবে। সঠিক শিক্ষা দিতে হবে, জানাতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা কার্যক্রম চালাতে হবে। সচেতন মানুষকে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দায়িত্ব নিতে হবে।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘আমি চুয়াডাঙ্গাতে দায়িত্ব নেওয়ার পর তেমন অপ্রীতিকর ঘটনা দেখিনি। চুয়াডাঙ্গা জেলার মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই এ জেলায় সম্প্রীতির পরিবেশ বজায় আছে। অনেক সময় তুচ্ছ ঘটনা বড় কিছুর রূপ দিতে পারে। আমাদের সচেতন হতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেন, সম্প্রীতি বজায় রাখতে পরিবার থেকে প্রথম ভূমিকা থাকতে হবে। পুলিশ সবসময় সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখাতে হবে সম্প্রীতি। কিশোর বিপথগামীতার পিছনে অনেক কারণ থাকতে পারে। খেলাধুলা, সাহিত্য-সাংস্কৃতিক চর্চা থাকলে, বিজ্ঞানের সঠিক ব্যবহার করলে কিশোর অপরাধ কমবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এম ইস্রাফিল, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন এনএসআই-এর উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক, সাংবাদিক এম এ মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, চুয়াডাঙ্গা রেল বাজার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী, হিন্দু বৌদ্ধ খিস্ট্রাব্দ ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার পাল, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী কানিজ ফাতিমা প্রমুখ।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের সার্বিক সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অ্যাড. শামসুজ্জোহা বিশ্বাস, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, চুয়াডাঙ্গা মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, চুয়াডাঙ্গা পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও অনেকে।