ইপেপার । আজ মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় লিড বাংলাদেশ যুব সামিট অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / ১৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় লিড বাংলাদেশ ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে তরুণদের নিয়ে এ সামিট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সামিটে প্রায় দুই শতাধিক তরুণ তাদের গৃহীত সামাজিক উদ্যোগ প্রদর্শন করে। তারা প্রতিটি উদ্যোগের বর্তমান অবস্থা, অর্জন ও বাধা তুলে ধরে। পাশাপাশি কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য পরবর্তী করণীয়র কথা তুলে ধরেন।

আয়োজক পক্ষ জানায়, এসডিজি ৮ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সামাজিক উদ্যোগের একটি প্রকল্প পরিচালিত হয়। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার পাঁচ শতাধিক তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও এলাকার ইতিবাচক সামাজিক শক্তিকে যুক্ত করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় লিড বাংলাদেশ প্রকল্পের আওতায় ৫০০ জন তরুণ লিডারশীপ প্রশিক্ষণ গ্রহণ করে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘মানুষের সঙ্গে যোগাযোগ করাটা শিখতে হবে। তরুণদের আরো উদ্ভাবণী হতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়নের উপ-পরিচালক মাসুম আহামেদ, মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাকসুরা জান্নাত, জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, উপ-পরিচালক জহির রায়হান।
সম্মেলনের সভাপতির বক্তব্যে যুব নেতা তানভির রহমান বলেন, ‘তরুণদের বিকাশের সুযোগ করে দেবার জন্য ওয়েভ ফাউন্ডেশন ও ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ। এসময় তিনি আয়োজনে যোগ দেওয়ার জন্য উপস্থিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনরে সমাপনি করেন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় লিড বাংলাদেশ যুব সামিট অনুষ্ঠিত

আপলোড টাইম : ১১:২৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় লিড বাংলাদেশ ইয়ুথ সামিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে তরুণদের নিয়ে এ সামিট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই সামিটে প্রায় দুই শতাধিক তরুণ তাদের গৃহীত সামাজিক উদ্যোগ প্রদর্শন করে। তারা প্রতিটি উদ্যোগের বর্তমান অবস্থা, অর্জন ও বাধা তুলে ধরে। পাশাপাশি কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য পরবর্তী করণীয়র কথা তুলে ধরেন।

আয়োজক পক্ষ জানায়, এসডিজি ৮ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সামাজিক উদ্যোগের একটি প্রকল্প পরিচালিত হয়। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার পাঁচ শতাধিক তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও এলাকার ইতিবাচক সামাজিক শক্তিকে যুক্ত করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় লিড বাংলাদেশ প্রকল্পের আওতায় ৫০০ জন তরুণ লিডারশীপ প্রশিক্ষণ গ্রহণ করে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘মানুষের সঙ্গে যোগাযোগ করাটা শিখতে হবে। তরুণদের আরো উদ্ভাবণী হতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়নের উপ-পরিচালক মাসুম আহামেদ, মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাকসুরা জান্নাত, জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, উপ-পরিচালক জহির রায়হান।
সম্মেলনের সভাপতির বক্তব্যে যুব নেতা তানভির রহমান বলেন, ‘তরুণদের বিকাশের সুযোগ করে দেবার জন্য ওয়েভ ফাউন্ডেশন ও ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ। এসময় তিনি আয়োজনে যোগ দেওয়ার জন্য উপস্থিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনরে সমাপনি করেন।’