ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯৪তম জন্মবার্ষিকী উদ্যাপন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • / ৩৯ বার পড়া হয়েছে

রেডক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। এরপর কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ সঞ্চালনা করেন।

সভায় রেডক্রিসেন্ট প্রতিষ্ঠাতা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, রেডক্রিসেন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান ও যুব প্রধান জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আজীবন সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন। এসময় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর ও বিলকিস জাহান, সাবেক কার্যনির্বাহী সদস্য গোলাম মোর্তুজা ও অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, দাতা সদস্য ফজলুল হক, আজীবন সদস্য আলাউদ্দিন হেলা, শাহজাদি মিলি, নুরুন্নাহার কাকলিসহ আজীবন সদস্যবৃন্দ, যুব রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ এবং চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে ১৮২৮ সালের ৮ মে জন্ম গ্রহণ করেন। ১৯১০ সালের ৩০ অক্টোবর ৮২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ১৯০১ সালে ১ম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। রেডক্রস ও রেডক্রিসেন্টর মূলনীতিগুলো হলো- মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা ও সার্বজনীনতা। ১৮৫৯ সালের ২৪ জুন ইতালির উত্তরাঞ্চলের পল্লী প্রান্তর সলফেরিনো নামক স্থানে ফ্রান্স ও অষ্ট্রিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। ওই যুদ্ধে হতাহত হয় প্রায় ৪০ হাজার মানুষ। ওই সময় সুইজারল্যান্ডের এক যুবক জীন হেনরী ডুনান্ট ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ফ্রান্সের ৩য় নেপোলিয়নের সাথে সাক্ষাত করতে যাচ্ছিলেন। যুদ্ধের ভয়াবহ দৃশ্য দেখে ব্যথিত হন এবং আশেপাশের গ্রামবাসীদের নিয়ে আহতদের সেবা করেন। এটাই রেডক্রসের প্রথম জন্ম ইতিহাস। জীন হেনরী ডুনান্টের জন্মদিনটিকেই তার সম্মানে বাংলাদেশসহ ১৯০টি দেশে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে উদ্যাপিত হয়ে আসছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় রেডক্রস ও রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯৪তম জন্মবার্ষিকী উদ্যাপন

আপলোড টাইম : ০২:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

রেডক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের ১৯৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। এরপর কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ সঞ্চালনা করেন।

সভায় রেডক্রিসেন্ট প্রতিষ্ঠাতা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, রেডক্রিসেন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান ও যুব প্রধান জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আজীবন সদস্য অ্যাড. আকসিজুল ইসলাম রতন। এসময় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর ও বিলকিস জাহান, সাবেক কার্যনির্বাহী সদস্য গোলাম মোর্তুজা ও অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, দাতা সদস্য ফজলুল হক, আজীবন সদস্য আলাউদ্দিন হেলা, শাহজাদি মিলি, নুরুন্নাহার কাকলিসহ আজীবন সদস্যবৃন্দ, যুব রেডক্রিসেন্ট সদস্যবৃন্দ এবং চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে ১৮২৮ সালের ৮ মে জন্ম গ্রহণ করেন। ১৯১০ সালের ৩০ অক্টোবর ৮২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ১৯০১ সালে ১ম নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। রেডক্রস ও রেডক্রিসেন্টর মূলনীতিগুলো হলো- মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা ও সার্বজনীনতা। ১৮৫৯ সালের ২৪ জুন ইতালির উত্তরাঞ্চলের পল্লী প্রান্তর সলফেরিনো নামক স্থানে ফ্রান্স ও অষ্ট্রিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়। ওই যুদ্ধে হতাহত হয় প্রায় ৪০ হাজার মানুষ। ওই সময় সুইজারল্যান্ডের এক যুবক জীন হেনরী ডুনান্ট ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ফ্রান্সের ৩য় নেপোলিয়নের সাথে সাক্ষাত করতে যাচ্ছিলেন। যুদ্ধের ভয়াবহ দৃশ্য দেখে ব্যথিত হন এবং আশেপাশের গ্রামবাসীদের নিয়ে আহতদের সেবা করেন। এটাই রেডক্রসের প্রথম জন্ম ইতিহাস। জীন হেনরী ডুনান্টের জন্মদিনটিকেই তার সম্মানে বাংলাদেশসহ ১৯০টি দেশে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস হিসেবে উদ্যাপিত হয়ে আসছে।