ইপেপার । আজ শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় রাস্তা দখল করে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • / ১৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌরসভার আইন অমান্য করে রাস্তা দখল করে নির্মাণ হওয়া ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের কারণে চলাচলে বিঘ্ন ঘটায় অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়ার নেতৃত্বে সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল রোড থেকে সিনেমা হল পাড়ায় এ অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ।

অভিযান সূত্রে জানা গেছে, পৌরসভার আইন অনুযায়ী রাস্তা থেকে তিন ফুট দূরত্বে বাড়ি-ঘর ও প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। রাস্তা থেকে ৩ ফুট জিনিস সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী গতকাল থেকে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। শহরের সিনেমা হল পাড়ায় বকুলে বাড়ির বর্ধিত অংশ ও রাস্তায় রাখা বালি অপসারণের জন্য সময় দেন ভ্রাম্যমাণ আদালত। পাইপ থেকে পানি রাস্তায় পড়ে চলাচলে বিঘ্ন না ঘটে সর্তক করা হয়।  ইমন স্টোরের দোকানের সামনে বসার বর্ধিত অংশ ভেঙে অপসারণ করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, ‘পৌরসভার রাস্তা দখল করে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আমরা পৌরসভার রাস্তা উদ্ধারে নেমেছি। এ অভিযান চলমান থাকবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় রাস্তা দখল করে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ

আপলোড টাইম : ০৯:৩৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌরসভার আইন অমান্য করে রাস্তা দখল করে নির্মাণ হওয়া ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের কারণে চলাচলে বিঘ্ন ঘটায় অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়ার নেতৃত্বে সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল রোড থেকে সিনেমা হল পাড়ায় এ অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ।

অভিযান সূত্রে জানা গেছে, পৌরসভার আইন অনুযায়ী রাস্তা থেকে তিন ফুট দূরত্বে বাড়ি-ঘর ও প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। রাস্তা থেকে ৩ ফুট জিনিস সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী গতকাল থেকে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। শহরের সিনেমা হল পাড়ায় বকুলে বাড়ির বর্ধিত অংশ ও রাস্তায় রাখা বালি অপসারণের জন্য সময় দেন ভ্রাম্যমাণ আদালত। পাইপ থেকে পানি রাস্তায় পড়ে চলাচলে বিঘ্ন না ঘটে সর্তক করা হয়।  ইমন স্টোরের দোকানের সামনে বসার বর্ধিত অংশ ভেঙে অপসারণ করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, ‘পৌরসভার রাস্তা দখল করে জনগণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আমরা পৌরসভার রাস্তা উদ্ধারে নেমেছি। এ অভিযান চলমান থাকবে।’